ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২
বর্তমান সিইসিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে অপসারণ দাবি ডা. তাহেরের
নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বন্ধে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের আন্দোলনকে ‘পরাজয়ের ভয়’ হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি দাবি করেন, ডাকসু, চাকসুসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক পরাজয় এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা হারানোর কারণেই ছাত্রদল এখন শাকসু নির্বাচন নিয়ে ভীত।
রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের কোনো সরাসরি সম্পর্ক নেই। নির্বাচন কমিশনের কাজ জাতীয় ও স্থানীয় নির্বাচন পরিচালনা করা; কোনো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ন্ত্রণ করা তাদের এখতিয়ারের বাইরে। ছাত্রদল শাকসু নির্বাচনকে ভয় পাচ্ছে কারণ তারা জানে সাধারণ শিক্ষার্থীরা তাদের আর ভোট দেবে না।
ছাত্রদলের সাম্প্রতিক পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, “তারা আশাবাদী ছিল লন্ডন থেকে নেতা আসার পর পরিস্থিতি বদলে যাবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য নির্বাচনে ফলাফল একই রয়েছে। এখন পরাজয় নিশ্চিত জেনে তারা শাকসু নির্বাচন বন্ধের চেষ্টা করছে। যদি তারা জিতত, তবে বলত জাতি জামায়াতকে চায় না; আর হারছে বলে এখন বলছে এগুলোর জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব নেই।”
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ বিতরণ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এ ধরনের কর্মকাণ্ড এলাকায় মারামারি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে তিনি সতর্ক করে দেন।
নির্বাচন কমিশনের সমালোচনা করে জামায়াতের এই নেতা বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) ‘অবৈধ’ আখ্যা দেন এবং তার দ্রুত অপসারণ দাবি করেন। ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর দখলবাজি ও অনৈতিক সুবিধার দিন শেষ হতে শুরু করেছে এবং ম্যান্ডেট পেলে এই পরিবর্তন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে