ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২
হাদি হ'ত্যায় রাষ্ট্রযন্ত্র বা প্রশাসনের সংশ্লিষ্টতার সন্দেহ আখতার হোসেনের
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসনের কোনো অংশ জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগরীর জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, "ওসমান হাদি ভাইয়ের খুনের সঙ্গে জড়িতরা দেশের ভেতরে লুকিয়ে আছে নাকি ভারতে পালিয়ে গেছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা দিতে পারছে না। আমাদের মনে হয় রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কারণ খুনি পরিচিত, তার সবকিছু প্রকাশ্য; এমন একজনের পক্ষে একা খুন করে পালিয়ে যাওয়া বা লুকিয়ে থাকা সম্ভব নয়। এর পেছনে বড় একটি চক্র কাজ করছে।"
তিনি আরও বলেন, "সরকার ঝুঁকি বিবেচনায় গানম্যান দিচ্ছে, কিন্তু খুনিরা বাইরে ঘুরে বেড়ালে গানম্যান দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে কাউকেই আর গানম্যান নিয়ে চলতে হবে না। প্রকৃত খুনিদের সাজা নিশ্চিত করা গেলে যারা নতুন করে খুনের পরিকল্পনা করছে, তারাও পিছিয়ে আসবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।"
এনসিপি সদস্য সচিব অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। তিনি বলেন, "গত দেড় বছরে অনেক হত্যাকাণ্ড ও মারামারি ঘটলেও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার ব্যর্থ হয়েছে। সত্যিকারের বিচার প্রক্রিয়া কার্যকর থাকলে আজ ককটেল বিস্ফোরণে আমার আরেক ভাইকে প্রাণ দিতে হতো না।"
এ সময় রংপুর জেলা এনসিপি-র আহ্বায়ক মো. আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতি রক্ষার্থে এবং তরুণ প্রজন্মকে জাগ্রত করতে রংপুর নগরীর দেয়ালজুড়ে গ্রাফিতি ও টাইপোগ্রাফি অঙ্কন কার্যক্রম শুরু করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’। আজ থেকে জুলাই স্মৃতিস্তম্ভ চত্বর সংলগ্ন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বুয়েটের প্রযুক্তি
- ব্লুমবার্গের তালিকায় বাংলাদেশের শেয়ারবাজার কোম্পানির বড় লাফ
- চবির ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ