ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২
শরিকদের জন্য ৭ আসন ছাড় দিল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি এবার যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর জন্য সাতটি আসন বরাদ্দ দিয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।
নতুন বরাদ্দকৃত আসনগুলোতে প্রার্থী হিসেবে থাকবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক (ঢাকা-১২), গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি (ব্রাক্ষণবাড়িয়া-৬), নুরুল হক নুর (পটুয়াখালী-৩), রাশেদ খান (ঝিনাইদহ-৪), মোস্তফা জামাল হায়দার (পিরোজপুর-১) ও ববি হাজ্জাজ (ঢাকা-১৩)।
২০১৪ ও ২০২৪ সালে নির্বাচন বর্জন করলেও, ২০১৮ সালে বিএনপি নির্বাচনে অংশ নিলেও পুরোপুরি মাঠে থাকতে পারেনি। এই পরিস্থিতিতে দলটিতে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেড়ে গেছে। এছাড়া ফ্যাসিবাদী শাসনের ১৫ বছরে নির্যাতিত নেতাদের মধ্যে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহও বেড়েছে। এ কারণে এবার যুগপৎ আন্দোলনের শরিকদের আসন বরাদ্দের বিষয়ে সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব আসনে শরিকদের সঙ্গে সমঝোতা হবে, সেখানে বিএনপি নিজস্ব কোনো প্রার্থী দেবে না। বরাদ্দকৃত আসনগুলোতে শরিক দলই কেবল প্রার্থী নির্ধারণ করবে। এছাড়া বিএনপিতে যোগ দিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়াকে দল বিশেষভাবে প্রাধান্য দিচ্ছে।
এর অংশ হিসেবে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। পরে তিনি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন।
বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাও দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি কিশোরগঞ্জ-৫ আসনে নির্বাচনে অংশ নিতে আগ্রহী। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা থাকলেও বিএনপি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।
এ পর্যন্ত বিএনপি দুই দফায় ২৭২টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ২৮টি আসনের মধ্যে সমঝোতার মাধ্যমে শরিকদের আসন নির্ধারণ করা হবে। এর মধ্যে গতকাল জমিয়তকে চারটি আসন দেওয়া হয়েছে। সেগুলো হলো সিলেট-৫ (আমির উবায়দুল্লাহ ফারুক), নীলফামারী-১ (মঞ্জুরুল ইসলাম আফেন্দি), ব্রাহ্মণবাড়িয়া-২ (জুনায়েদ আল হাবিব) এবং নারায়ণগঞ্জ-৪ (মনির হোসেন কাসেমী)।
এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)