ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

‘নো ইলেকশন চেয়ে খারাপ নির্বাচনও ভালো’

২০২৫ ডিসেম্বর ১৬ ১৩:২৭:৩৪

‘নো ইলেকশন চেয়ে খারাপ নির্বাচনও ভালো’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তবে ‘নো ইলেকশন চেয়ে খারাপ নির্বাচনও ভালো’ এই যুক্তি থেকে দলটি ভোটে অংশগ্রহণের আগ্রহ দেখাচ্ছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম হায়দার এসব কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। স্থানীয় সরকার (মব) তীব্রভাবে দেশকে নিয়ন্ত্রণ করছে। সচিবালয় ও জেলা প্রশাসকের অফিসে মব প্রবেশ করেছে। এই অবস্থায় প্রশাসন কীভাবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে, তা স্পষ্ট নয়। তবে ভোটে যাওয়ার আগ্রহ রয়েছে, কারণ কোনো ক্ষেত্রে “এ ব্যাড ইলেকশন বেটার দ্যান নো ইলেকশন।” আমরা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করব। নিরাপত্তাহীনতা দেখা দিলে প্রার্থীদের ঝুঁকিতে ফেলতে পারি না।’

বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল। এটি আমাদের ইতিহাসের এক গৌরবময় দিন। সেইদিন আমরা সমতার, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম, যা আজও পুরোপুরি অর্জিত হয়নি। বর্তমান সরকারও সমতার পরিবর্তে অনৈক্য, মবতন্ত্র এবং হত্যার রাজনীতি চালাচ্ছে।’

শামীম হায়দার বলেন, ‘আমরা অন্তর্ভুক্তিমূলক ও সমতার ভোট চাই। তবে সরকার দুর্বল হচ্ছে, অপশক্তি শক্তিশালী হচ্ছে। সকল রাজনৈতিক পক্ষকে একত্রিত করে সমঝোতার ভিত্তিতে দেশ গঠন করতে হবে। জাতীয় পার্টি সেই ঐক্যের ডাক দিচ্ছে। একাত্তরের চেতনায় একতাবদ্ধ হয়ে দেশ গড়ব।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর একজন প্রার্থীকে গুলি করা হয়েছে। এখনও প্রকৃত দোষীদের গ্রেফতার হয়নি। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। ভোটকেন্দ্রের কর্মকর্তা ও পোলিং এজেন্টদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। সরকার ও নির্বাচন কমিশন এই দায়িত্বে ব্যর্থ হলে, শপথ ভঙ্গ হবে।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ