ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

এই ঐক্যবদ্ধ বিএনপিই শেখ হাসিনার পতন ঘটিয়েছে: আমীর খসরু

২০২৫ নভেম্বর ০৭ ২১:৪০:২৮

এই ঐক্যবদ্ধ বিএনপিই শেখ হাসিনার পতন ঘটিয়েছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা বিলম্বিত করতে চায়, তাদের ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পরাজিত করতে হবে।

শুক্রবার (৭ নভেম্বর) চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানের পাশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীরা দমন-পীড়নের মধ্য দিয়ে আরও শক্তিশালী ও পরিণত হয়েছেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এই ঐক্যবদ্ধ বিএনপিই শেখ হাসিনার পতন ঘটিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ।

দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতা বা ভুল বোঝাবুঝির বিষয়ে তিনি বলেন, তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পাশে সব নেতাকর্মীকে সর্বশক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং বিজয় নিশ্চিত করতে হবে। এটি বিএনপি ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি বড় পরীক্ষা।

গণতন্ত্রের শত্রুদের ৭ নভেম্বরের চেতনায় মোকাবিলা করার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, স্বাধীনতা আন্দোলনে জাতি যেমন ঐক্যবদ্ধ ছিল, তেমনি এখনো যারা নির্বাচন ও গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের ৭ নভেম্বরের স্পিরিটে পরাজিত করতে হবে। তিনি জুলাই সনদ নিয়ে বিভক্তি তৈরি না করার অনুরোধ জানিয়ে বলেন, দীর্ঘ আলোচনার পর এই সনদ চূড়ান্ত হয়েছে এবং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি এরশাদ উল্লাহর গণসংযোগে গুলি চালিয়ে একজনকে হত্যা ও কয়েকজনকে আহত করার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি নির্বাচন বাধাগ্রস্ত করার একটি প্রচেষ্টা। তিনি নেতাকর্মীদের আজ থেকেই ধানের শীষের পক্ষে কাজ করার এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত