ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

আওয়ামী পতনে গণতন্ত্রের মুক্তি শুরু: তারেক রহমান

২০২৫ নভেম্বর ০৭ ১২:১৮:২০

আওয়ামী পতনে গণতন্ত্রের মুক্তি শুরু: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দেশে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের মুক্তি ও জনগণের অধিকার পুনরুদ্ধারের পথ উন্মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এখন প্রয়োজন অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ মৌলিক মানবাধিকার নিশ্চিত করে ‘চূড়ান্ত গণতন্ত্র’ প্রতিষ্ঠা করা।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। দিবসটিতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এদেশে আধিপত্যবিরোধী জাতীয়তাবাদী রাজনীতির উত্থানের সূচনা।”

তিনি আরও বলেন, সেদিন সৈনিক ও জনতার সম্মিলিত বিপ্লবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুজ্জীবনের ভিত্তি রচিত হয়। “স্বাধীনতার পর দেশে একদলীয় বাকশাল গঠনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। ৭ নভেম্বর সেই অন্ধকার থেকে মুক্তির দিন হিসেবে ইতিহাসে অমর হয়ে আছে,” মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, সেই সময় জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে দেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও রাষ্ট্রীয় চেতনায় নতুন প্রাণসঞ্চার ঘটে। “কিন্তু বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার আবারও গণতন্ত্রকে ধ্বংস করেছে, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা, দুর্নীতি ও দমন-পীড়নের রাজত্ব কায়েম করেছে,” বলেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, “জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায়, জাতীয়তাবাদী শক্তিগুলোর ঐক্য এখন সময়ের দাবি।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত