ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

‘দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপির রাজনীতি করুন’

২০২৫ নভেম্বর ০৫ ২২:৪৩:৩৯

‘দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপির রাজনীতি করুন’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে বিএনপির নির্বাচনি গণসংযোগে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। এ ঘটনায় দলীয় কোন্দলের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপির রাজনীতি করুন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির যৌথ সমন্বয় সভায় এ মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নির্বাচনি গণসংযোগে গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, অস্ত্র-চাঁদাবাজির রাজনীতি এখন অতীতের বিষয়। মানুষ এখন বুলেট নয়, ব্যালটের শক্তিতে বিশ্বাস করে।

তিনি অভিযোগ করেন, চট্টগ্রামে দীর্ঘদিন ধরে ব্যালটের চেয়ে বুলেট শক্তিশালী হয়ে উঠেছে, তবে অপরাধীরা একদিন বিচারের মুখোমুখি হবেই।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, যারা বিএনপির মনোনয়ন পাননি এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য এনসিপির দরজা খোলা।

তিনি দাবি করেন, এনসিপি কোনো জোটনির্ভর রাজনীতি করে না দলের লক্ষ্য রাষ্ট্র পুনর্গঠন ও নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা। তার ভাষায়, বিএনপি-জামায়াতও একদিন এনসিপির অবস্থানে এসে দাঁড়াবে।

স্বাস্থ্য উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত অভিযোগ করেন, তিনি জনগণের কষ্ট বোঝেন না, বরং ওষুধ ব্যবসা ও আর্থিক সুবিধাকেই অগ্রাধিকার দেন।

তিনি আরও বলেন, খুলনায় এক ‘জুলাই যোদ্ধা’র চোখ হারানোর ঘটনায় সরকারের স্বাস্থ্য উপদেষ্টার ব্যর্থতা দায়ী।এছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা সম্পর্কেও অসন্তোষ জানিয়ে বলেন, জুলাই যোদ্ধাদের পাওনা পরিশোধে অযথা জটিলতা তৈরি করা হচ্ছে এভাবে চললে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এনসিপি নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আহ্বান জানান, কোরামে নয়, কর্মে টিকে থাকতে হবে। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি বাদ দিয়ে দলীয় ঐক্য বজায় রাখতে হবে।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন, জুলাই আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে নতুন কমিটি গঠন করা হবে। তিনি আরও বলেন, আহত শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান সমন্বয়কারী হাসান আলী, উত্তর জেলার প্রধান সমন্বয়কারী সেগুপ্তা বুশরা মিশমা, এবং মহানগর মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়সহ অন্যান্য নেতাকর্মীরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত