ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

দেশের জনগণ ইসলামের বাংলাদেশ চায়: মামুনুল হক

২০২৫ নভেম্বর ০৫ ২২:১৬:৪৮

দেশের জনগণ ইসলামের বাংলাদেশ চায়: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের জনগণ সোনার, নতুন, সবুজ বা ডিজিটাল নয় ইসলামের বাংলাদেশ চায়। তার মতে, মানুষের বানানো কোনো শাসনব্যবস্থা নয় বরং আল্লাহর জমিনে আল্লাহর প্রদত্ত খেলাফতভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।

মঙ্গলবার (৪ নভেম্বর) নেত্রকোনার পূর্বধলা হেলিপ্যাড মাঠে খেলাফত মজলিস আয়োজিত এক বিশাল গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি বলেন, দেশের মানুষ ন্যায়বিচার ও ইনসাফনির্ভর সমাজব্যবস্থা চায় যেখানে শোষণ, দুর্নীতি ও বৈষম্যের স্থান থাকবে না।

জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদকে ভিত্তি করে গণভোট আয়োজনের দাবি জানান মাওলানা মামুনুল হক। তার ভাষায়, জুলাই সনদের বাস্তবায়ন ব্যর্থ হলে দেশের স্বাধীনতা ও জনগণের অর্জন আবারও হুমকির মুখে পড়বে।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে সনদের আইনি বৈধতা নিশ্চিত করা গেলে, ভবিষ্যতের নির্বাচনে কোনো লুটেরা, সন্ত্রাসী বা দেশবিরোধী শক্তি ক্ষমতায় আসতে পারবে না।

খেলাফত মজলিসের এই নেতা বলেন, তাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়া, যেখানে জুলুম, বৈষম্য ও অন্যায় থেকে মুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তিনি দাবি করেন, এটি হবে “ইনসাফ ও ন্যায়ের দুর্গ যেখানে প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার পাবে।

সমাবেশে নেত্রকোনা-৫ আসনের প্রার্থী হিসেবে মাওলানা মোশাররফ হোসেনের নাম ঘোষণা করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি নিজেই, উপস্থিত ছিলেন শাইখুল হাদিস মাওলানা জিয়া উদ্দিনসহ স্থানীয় আলেম-ওলামারা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত