ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংগঠনকে তৃণমূল পর্যায় পর্যন্ত শক্তিশালী করতে কাজ চলছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে এনসিপির চার জেলার আহ্বায়ক ও সদস্য সচিবদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সারজিস আলম বলেন, ডিসেম্বরের মধ্যে প্রতিটি ওয়ার্ডে যদি আহ্বায়ক কমিটি গঠন করা যায়, তাহলে ৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দিতে পারব। এ লক্ষ্যে আমাদের সাংগঠনিক কাজ অব্যাহত আছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো নৈতিক অধিকার নেই। তারা বলে, তাদের ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না—কিন্তু জনগণ জানে, জাতীয় পার্টির জন্মদাতা আওয়ামী লীগ এবং তাদেরই সহায়তায় তারা টিকে আছে।
আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ২৪-এর অভ্যুত্থান থেকে শুরু করে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার নির্দেশদাতারা গণতান্ত্রিক নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রাখে না। খুনিরা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থান না পায়।
জোট রাজনীতি প্রসঙ্গে সারজিস আলম বলেন, আগামী বাংলাদেশ ও জনগণের স্বার্থে যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য তৈরি হয়, তাহলে এলায়েন্স গঠনের সম্ভাবনা আছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বর্তমান নির্বাচন কমিশনকে নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। সারজিস আলম বলেন, আমাদের শাপলা প্রতীক না দিয়ে শাপলা কলি দেওয়া হয়েছে—এটি ছিল স্বেচ্ছাচারিতা। আমরা শাপলা কলি নিয়েই নির্বাচনে যাচ্ছি। তবে নির্বাচন কমিশন যদি আবারও একই ধরনের আচরণ করে, তাহলে তাদের ওপর আস্থার সংকট আরও গভীর হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম প্রমুখ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)