ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

জন্মদিনে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ

২০২৫ নভেম্বর ০২ ২৩:০১:২১

জন্মদিনে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খান তার জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করতে না পারায় ক্ষমা চেয়েছেন। প্রতি বছর হাজার হাজার ভক্ত কিং খানকে এক ঝলক দেখার জন্য তার মুম্বাইয়ের বাসভবন 'মান্নাত'-এর সামনে ভিড় করেন। কিন্তু এবার তিনি মান্নাতের বারান্দায় এসে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েননি বা ফ্লাইং কিস দেননি।

এই মুহূর্তে শাহরুখ ও তার পরিবার মান্নাত ছেড়ে অস্থায়ীভাবে আলিবাগে অবস্থান করছেন। এ কারণে জল্পনা চলছিল যে এবার হয়তো তার সেই আইকনিক 'বার্থডে অ্যাপিয়ারেন্স' দেখা যাবে না। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়েছে।

শাহরুখ খান এদিন তার এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং এর কারণ ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, "কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে আমি বাইরে বেরিয়ে আপনাদের সকলের সাথে দেখা করতে পারবো না।"

তিনি আরও ব্যাখ্যা দেন, "আপনারা এতজন প্রিয় মানুষ আমার জন্য অপেক্ষা করছেন, কিন্তু ভিড় নিয়ন্ত্রণের সমস্যার কারণে সকলের সামগ্রিক নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে শাহরুখ বলেন, "আপনাদের সকলের কাছে গভীর দুঃখ প্রকাশ করছি। আপনারা বিষয়টি বুঝবেন এবং বিশ্বাস করুন আপনাদের চেয়ে আমিই বেশি মিস করব এই দেখাটি।"

শেষে তিনি লিখেছেন, "আমি আপনাদের সকলের সঙ্গে দেখা করার এবং ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আপনাদের সকলকে অনেক ভালোবাসা জানাই।"

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত