ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
গণতন্ত্রের বড় চ্যালেঞ্জ আসন্ন নির্বাচন: ইসরাফিল খসরু
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। তিনি বলেন, “যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, দেশের গণতান্ত্রিক কাঠামো তত মজবুত হবে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় গণতন্ত্রহীন পরিবেশে বেড়ে ওঠা তরুণ প্রজন্মই আগামী পরিবর্তনের মূল চালিকা শক্তি।”
শনিবার নগরীর কাজীর দেউড়িস্থ জিয়া স্মৃতি জাদুঘরে ‘অঙ্গীকার’ আয়োজিত তারুণ্যের নির্বাচন ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ইসরাফিল খসরু আরও বলেন, “আজকের তরুণ সমাজ জানে না ভোটাধিকার কী, গণতন্ত্রের মূল্য কী। আগামী নির্বাচনে এই তরুণদের হাতেই নির্ধারিত হবে কে সরকার গঠন করবে এবং দেশ পরিচালনা করবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই।”
সেমিনারে আলোচক হিসেবে অংশ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ আল আমিন বলেন, দেশের মোট ভোটারের অর্ধেক নারী রাজনৈতিক দলগুলোর উচিত তাদের আকাঙ্ক্ষা, নিরাপত্তা ও অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়া। “আগামী নির্বাচনে তরুণদের পাশাপাশি নারী সমাজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,” তিনি যোগ করেন।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, “যুবকদের নিয়েই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির ২৩ নম্বর দফায় যুবকদের কর্মসংস্থানের কথা উল্লেখ রয়েছে। আমরা তরুণদের রাজনৈতিক ভাবনা সংগ্রহ করে ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণে কাজ করছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘অঙ্গীকার’-এর পরিচালক হাসান মুকুল এবং পরিচালনা করেন নাজমা সাঈদ। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দীন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচএম রাশেদ খান, সদস্যসচিব জমির উদ্দীন নাহিদ ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম।
শুভেচ্ছা বক্তব্য দেন ‘অঙ্গীকার’-এর পরিচালক ইমরান এমি ও শফিউল বাশার সামু। সেমিনারে চট্টগ্রামের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী নির্বাচন নিয়ে নিজেদের ভাবনা ও প্রশ্ন উপস্থাপন করেন, যার উত্তর দেন আলোচকরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে