ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

হিন্দু সম্প্রদায়কে স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করা হয়েছে: গোলাম পরওয়ার

২০২৫ অক্টোবর ৩১ ১৬:১৭:৪২

হিন্দু সম্প্রদায়কে স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করা হয়েছে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নভেম্বরে গণভোটের আয়োজন করে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনটি আয়োজন করে জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখা, যেখানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সম্মান জানানো হয়।

গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার পর যারা দেশ পরিচালনা করেছে, তারা হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে কেবল নিজেদের স্বার্থে। এখন সময় এসেছে হিন্দুদের প্রকৃত উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির—আর সেটি সম্ভব ইসলামী সরকার প্রতিষ্ঠার মাধ্যমে।

তিনি আরও বলেন, যারা দাড়িপাল্লার জোয়ার দেখে হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের হুমকিতে এবার হিন্দুরা ভয় পাবে না। কেউ বাধা দিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।

জামায়াত নেতা অভিযোগ করেন, গত ৫৪ বছরে যারা দেশ চালিয়েছে, তারা মাস্তান, দখলদার ও চাঁদাবাজদের মাধ্যমে হিন্দুদের শোষণ করেছে এবং সরকারি সংস্থাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান ঘটাবে। দেশের মানুষ পরিবর্তন চায়, আর আমরা সেই পরিবর্তনের জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, দেশে লাঙল, ধানের শীষ ও নৌকার শাসন দেখা হয়েছে—এখন বাকি রয়েছে জামায়াতের দাঁড়িপাল্লা। দেড় হাজার জীবন ও ৪০ হাজার আহত হওয়ার মধ্য দিয়ে পরিবর্তনের যে আন্দোলন শুরু হয়েছে, তাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগরসহ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবর্তনের বার্তা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে সেই বার্তা পুরো দেশ দেখবে ইনশাআল্লাহ।

জামায়াতের উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবুল খায়ের, প্রমত গাইন, শোভনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মো. মোসলেম উদ্দিন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সহ-সভাপতি ডা. হরিদাস মন্ডল, কানাই লাল কর্মকার ও প্রভাষক প্রশান্ত কুমার মন্ডল, কোষাধ্যক্ষ গৌতম কুমার মন্ডল, পল্লীশ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ সরদার, মাগুরখালী ইউনিয়ন সহ-সভাপতি সুজিৎ কুমার সরকার, ডুমুরিয়া সার্বজনীন পূজা মন্দির সহ-সভাপতি অ্যাডভোকেট আপোষ সিংহ, ধামালিয়া ইউনিয়ন সভাপতি গোবিন্দ কুন্ডু, রুদাঘয়া ইউনিয়ন সভাপতি বিপ্লব সরকার, রঘুনাথপুর ইউনিয়ন সভাপতি কার্তিক চন্দ্র সরকার, খর্ণিয়া ইউনিয়ন সভাপতি নারায়ন রাহা, মাগুরঘোনা ইউনিয়ন সভাপতি বিশ্বনাথ দাস, সাহস ইউনিয়ন তন্ময় মন্ডল সভাপতি, ভান্ডারপাড়া ইউনিয়ন সভাপতি নিরঞ্জন রায়, রংপুর ইউনিয়ন সভাপতি তরুন কুমার মন্ডল, প্রিয়ংকা মন্ডল, মাগুরখালী ইউনিয়ন সভাপতি প্রদীপ কুমার সরকার, আটলিয়া ইউনিয়ন সভাপতি অনিমেষ মন্ডল, গুটুদিয়া ইউনিয়ন সভাপতি মনোরঞ্জন মন্ডল, শরাফপুর ইউনিয়ন সভাপতি গোবিন্দ কুমার বিশ্বাস, শোভনা ইউনিয়ন সভাপতি স্বদেশ হালদার,ডুমুরিয়া ইউনিয়ন সভাপতি অরুন কুমার আচার্য প্রমুখ।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত