ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

ওমরাহ যাত্রীদের জন্য ফিরতি টিকিট বাধ্যতামূলক করল সৌদি আরব

২০২৫ অক্টোবর ২৪ ২১:৪৩:০৪

ওমরাহ যাত্রীদের জন্য ফিরতি টিকিট বাধ্যতামূলক করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: এখন থেকে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়া সকল যাত্রীর জন্য রিটার্ন টিকিট বা ফিরতি টিকিট কাটা বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রার সময় চেক-ইন কাউন্টারে এই ফিরতি টিকিট দেখানো আবশ্যক, অন্যথায় বোর্ডিং পাস দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরাতের ট্রাভেল এজেন্টরা জানিয়েছেন। সৌদি এয়ারলাইন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী যাত্রীদের জন্য এই নতুন নির্দেশনা দিয়েছে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা সাইয়্যেদ মিরান এমন পরিস্থিতির মুখোমুখি হন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দাগামী ফ্লাইট ধরতে গেলে ফিরতি টিকিট না থাকায় তাকে চেক-ইন কাউন্টারে থামিয়ে দেওয়া হয়, যদিও তার ওমরাহ ভিসা ছিল। মিরান জানান, তিনি ভেবেছিলেন মদিনায় কয়েকদিন কাটানোর পর ফেরার তারিখ ঠিক করবেন, কিন্তু এটি এখন আর সম্ভব নয়। তাকে প্রায় আধা ঘণ্টা সময় নিয়ে অনলাইনে দ্রুত ফিরতি টিকিট কিনতে হয়।

ভ্রমণ সংস্থাগুলো বলছে, সম্প্রতি এয়ারলাইন ও সৌদি কর্তৃপক্ষ ওমরাহযাত্রীদের যাত্রা ও ফেরার তারিখ স্পষ্ট রাখার নিয়ম কঠোর করেছে। এখন থেকে ভিসার ধরন বা নাগরিকত্ব যাই হোক না কেন, ওমরাহর উদ্দেশ্যে যাওয়া সব যাত্রীর জন্যই ফিরতি টিকিট বাধ্যতামূলক।

আসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক কায়সার মাহমুদ বলেন, এই নিয়মের মাধ্যমে কর্তৃপক্ষ সহজেই প্রতিটি যাত্রীর থাকার মেয়াদ নির্ধারণ করতে পারে এবং কেউ যেন অতিরিক্ত সময় অবস্থান না করে তা নিশ্চিত হয়। তিনি আরও বলেন, যাত্রীরা নিজেরা টিকিট বুক করলেও অবশ্যই রিটার্ন টিকিট নিতে হবে। সিস্টেম এখন ভিসার মেয়াদ ও ভ্রমণের তারিখ ক্রস-চেক করে। ফিরতি টিকিট থাকলে যাত্রী কবে দেশে ফিরবেন তা স্পষ্ট বোঝা যায়, এতে ইমিগ্রেশন বা বোর্ডিংয়ের সময় কোনো জটিলতা হয় না।

রিহান আল-জাজিরা ট্যুরিজমের শিহাব পারওয়াদ বলেন, অনেক যাত্রী মনে করেন অনলাইনে নুসুক অ্যাপ বা এয়ারলাইনের ওয়েবসাইট দিয়ে টিকিট কাটলে পরে ফেরার তারিখ ঠিক করা যাবে। এখন আর তা সম্ভব নয়। ওমরাহ ভিসা ও হোটেল বুকিং থাকলেও চেক-ইনে ফিরতি টিকিট দেখাতেই হবে। এটি এখন যাচাই প্রক্রিয়ার অংশ। তিনি আরও যোগ করেন, ফিরতি টিকিট শুধু এয়ারলাইন নয়, সৌদি কর্তৃপক্ষের জন্যও জরুরি। এটি হজ ও ওমরাহ মৌসুমে যাত্রী চলাচল, পরিবহন ব্যবস্থা ও হোটেল ব্যবস্থাপনা সহজ করে।

অপারেটরদের পরামর্শ, ওমরাহ যাত্রার পরিকল্পনা করার সময়ই যেন সবাই যাওয়া ও ফেরার টিকিট একসঙ্গে বুক করেন। এতে শেষ মুহূর্তের দুশ্চিন্তা ও বিমানবন্দরে জটিলতা এড়ানো সম্ভব হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত