ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

‘জুলাই সনদে স্বাক্ষর না করা যেকোনো দলের নিজস্ব সিদ্ধান্ত’

২০২৫ অক্টোবর ১৭ ১৫:৩৯:৪৯

‘জুলাই সনদে স্বাক্ষর না করা যেকোনো দলের নিজস্ব সিদ্ধান্ত’

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদে স্বাক্ষর করা বা না করা যে কোন রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্ততব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-ডিম্যাবের নতুন আহবায়ক কমিটির আয়োজনে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, এতগুলো মানুষের আত্নত্যাগ ও অংশগ্রহণ, এটা নিয়ে শঙ্কা প্রকাশ বা দ্বিধা থাকলে জাতি হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে অস্তিত্ব সংকটে পড়বে।

তিনি বলেন, রাষ্ট্র যখন জুলাই সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে, তখন এ নিয়ে দ্বিমত করা উচিত না। সবার অংশগ্রহণ করা উচিত। স্বাক্ষর না করলে সাধারণ মানুষের মাঝে শঙ্কা তৈরি হবে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত