ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
শুক্রবারের ফজিলত: মুসলমানদের জন্য সেরা ইবাদত
.jpg)
ডুয়া নিউজ: ইসলামে সপ্তাহের সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন হলো জুমা, অর্থাৎ শুক্রবার। দিনটি মুসলমানদের জন্য বিশেষ রহমত, বরকত ও মাগফিরাতের প্রতীক হিসেবে বিবেচিত। কোরআন ও হাদিসে জুমার দিনের গুরুত্ব স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এই বিশেষ দিনে কিছু নির্দিষ্ট আমল বা ইবাদতের কথা নবী করিম (সা.) সুপারিশ করেছেন, যেগুলো পালন করলে পাওয়া যায় অসীম সওয়াব ও আল্লাহর নিকট অনুগ্রহ।
১) জুমার নামাজ আদায় করা
পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
হে মুমিনগণ! যখন জুমার দিনের নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত ছুটে চলো এবং ক্রয়-বিক্রয় পরিত্যাগ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানো। (সুরা : আল-জুমুআহ, আয়াত : ৯)
২) গোসল করা, পরিপাটি হওয়া ও সুগন্ধি ব্যবহার
রাসুলুল্লাহ (সা.) বলেন- مَنْ غَسَّلَ وَاغْتَسَلَ، ثُمَّ بَكَّرَ وَابْتَكَرَ، وَمَشَى وَلَمْ يَرْكَبْ، وَدَنَا مِنَ الْإِمَامِ، فَاسْتَمَعَ وَلَمْ يَلْغُ، كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ يَخْطُوهَا أَجْرُ سَنَةٍ صِيَامُهَا وَقِيَامُهَا
যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, উত্তমভাবে পরিচ্ছন্নতা গ্রহণ করে, পরিপাটি হয়ে মসজিদে যায়, দুইজনের মাঝে অনধিকার না করে, মনোযোগসহ খুতবা শোনে এবং চুপ থাকে। তবে তার এ জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং অতিরিক্ত তিন দিনের গুনাহ মাফ করে দেওয়া হয় (সহিহ মুসলিম, হাদিস : ৮৫৭)
৩) সূরা কাহফ তিলাওয়াত করা
রাসুলুল্লাহ (সা.) বলেন- مَن قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين
যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, তার জন্য দুই জুমার মাঝখানে নূর (আলো) বিচ্ছুরিত হবে। (সহিহ আল-জামে, হাদিস : ৬৪৭০)
৪) বেশি বেশি দরুদ পাঠ করা
হাদিসে এসেছে: إن من أفضل أيامكم يوم الجمعة، فيه خلق آدم، وفيه قبض، وفيه النفخة، وفيه الصعقة، فأكثروا علي من الصلاة فيه، فإن صلاتكم معروضة علي
তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। নিশ্চয় তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয়। (আবু দাউদ, হাদিস : ১৫৩১)
৫) দোয়া কবুলের বিশেষ সময়ে দোয়া করা
রাসুলুল্লাহ (সা.) বলেন- فِي الجُمُعَةِ سَاعَةٌ لا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي، يَسْأَلُ اللَّهَ شَيْئًا، إِلا أَعْطَاهُ إِيَّاهُ
জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যখন কোনো মুসলিম বান্দা সালাত আদায়রত অবস্থায় আল্লাহর কাছে কোনো কল্যাণকর বস্তু চাইলে, আল্লাহ তা তাঁকে দান করেন। (সহিহ বুখারি, হারিস: ৯৩৫)
৬) বেশি বেশি তওবা, ইস্তেগফার ও নফল ইবাদত করা
জুমা, অর্থাৎ শুক্রবার, মুসলমানদের জন্য এমন একটি দিন যার প্রতিটি মুহূর্তই বিশেষ বরকতপূর্ণ। এই দিনে তওবা, ইস্তেগফার ও নফল সালাতের মাধ্যমে আল্লাহর নিকট তওবা করা অত্যন্ত ফজিলতপূর্ণ। নিয়মিত জিকিরে মগ্ন হওয়াও এই দিনের গুরুত্বপূর্ণ আমল।
যদি এই দিনে সঠিকভাবে ইবাদত ও আমল সম্পন্ন করা হয়, আল্লাহ তায়ালা বান্দার গুনাহ ক্ষমা করে দেন এবং পরকালের জন্য অনন্ত সওয়াবের আশ্বাস দেন।
আসুন, আমরা সকলে জুমার দিনের এই বরকতপূর্ণ আমলগুলো গুরুত্ব সহকারে পালন করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আত্মনিয়োগ করি। আল্লাহ আমাদের সকলকে জুমার দিনের আমল যথাযথভাবে সম্পাদনের তাওফিক দান করুন। আমীন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার