ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

এডিবি’র ৩০ মিলিয়ন ডলারের ঋণ, এনভয় টেক্সটাইলের অগ্রযাত্রা

হাসান মাহমুদ ফারাবী
হাসান মাহমুদ ফারাবী

রিপোর্টার

২০২৫ অক্টোবর ০২ ১৩:৫৯:৫৭

এডিবি’র ৩০ মিলিয়ন ডলারের ঋণ, এনভয় টেক্সটাইলের অগ্রযাত্রা

হাসান মাহমুদ ফারাবী : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস লিমিটেডকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৩০ মিলিয়ন ডলারের সাসটেইনেবল-লিঙ্কড ঋণ প্রদান করেছে। এটি ২০২২ সালের টেক্সটাইল প্রকল্পের ফলো-অন পদক্ষেপ বলে জানিয়েছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাসটেইনেবল-লিঙ্কড লোন হলো পারফরম্যান্স ভিত্তিক ব্যবস্থা, যেখানে ঋণশর্ত নির্ভর করে পূর্বনির্ধারিত টেকসই লক্ষ্য অর্জনের উপর। এনভয়ের ক্ষেত্রে লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ছাদের সোলার প্যানেলের বিদ্যুৎ উৎপাদন এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস।

ঋণের অর্থ ব্যবহার করা হবে জামিরদিয়ার কারখানায় নতুন স্পিনিং ইউনিট নির্মাণ, যা বছরে ৪ হাজার ৫৫০ টন সুতা উৎপাদন করবে। পাশাপাশি স্থাপন করা হবে ৩.৫ মেগাওয়াট রুফটপ সোলার প্যানেল এবং স্থানীয় স্বল্পমেয়াদি ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ পরিশোধ করা হবে। নতুন ইউনিটটি হবে স্বয়ংক্রিয় এবং শক্তি-সাশ্রয়ী।

এ বিষয়ে এডিবির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, “বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের অর্থনীতির প্রধান চালক। আমাদের এই ঋণ সহযোগিতা পরিবেশবান্ধব ও আধুনিক উৎপাদনকে এগিয়ে নেবে এবং নতুন মানদণ্ড স্থাপন করবে।”

এনভয়ের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, “এডিবির সমর্থন আমাদের টেকসই প্রবৃদ্ধি এবং উদ্ভাবনের অঙ্গীকারকে শক্তিশালী করেছে। নতুন ঋণ আমাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করতে এবং পরিবেশগত পদচিহ্ন কমাতে সাহায্য করবে।”

এনভয় বাংলাদেশের শীর্ষস্থানীয় ডেনিম ফেব্রিক প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫৪ মিলিয়ন গজ। এটি বিশ্বের প্রথম প্লাটিনাম লিড ডেনিম উৎপাদন ইউনিট।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত