ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

হতাশা কাটিয়ে আস্থা ফিরছে বিনিয়োগকারীদের

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৫:১৯:৪১

হতাশা কাটিয়ে আস্থা ফিরছে বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবসে (৩০ সেপ্টেম্বর) সূচকের স্বাভাবিক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন শুরু থেকেই সূচকের তীর ছিল ঊর্ধ্বমুখী। অন্যদিনের মতো অস্বাভাবিক উঠানামা না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে লেনদেন নিয়ে ছিল না অস্থিরতা। সূচকের স্বাভাবিক উঠানামার কারণে বাজারের প্রতি আস্থাশীল হয়ে বিনিয়োগকারীরাও লেনদেনে অংশগ্রহণ করেছে স্বাচ্ছন্দে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৫.৭৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭১.৯৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮১.৮৪ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২০৭টির দর বেড়েছে, ১৩০টির দর কমেছে এবং ৬০টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৫৯৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৯৯ কোটি ৩৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৯৭ কোটি ৪৭ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।

এদিন সিএসইতে ১৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১২টির, কমেছে ৮২টির এবং পরিবর্তন হয়নি ৩৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৫.৫৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪.৪২ পয়েন্ট কমেছিল।

এসখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত