ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

এক কোম্পানির চাপে থেমে গেল সূচকের বড় দৌড়

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৮:২৭:৩৩

এক কোম্পানির চাপে থেমে গেল সূচকের বড় দৌড়

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) পতন থেকে একটুর জন্য রক্ষা পেয়েছে শেয়ারবাজার। তবে বাজারের পরিস্থিতি আরও বেশি ইতিবাচক হতে পারতো- যদি প্রকৌশল খাতের একটি কোম্পানি বাঁধা হয়ে না দাঁড়াতো। ওই কোম্পানিটির কারণেই আজ সূচক বড় আকারে বাড়তে পারেনি। কারণ ওই কোম্পানিটি আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক থেকে ২৪ পয়েন্টের বেশি কমিয়েছে। কোম্পানিটি হলো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর সূচক ডিএসইএক্স ৯.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৯.৭৭ পয়েন্টে। ওয়ালটন হাইটেক যদি ২৪ পয়েন্ট না কমাতো তবে সূচক আজ ৩৫ পয়েন্ট বাড়তো।

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আজ ওয়ালটন হাইটেকের লেনদেন পুনরায় শুরু হয়েছে। এর আগে গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। নিয়ম অনুযায়ী রেকর্ড ডেটের পর থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টের কারণে কোম্পানিটির শেয়ার দর উঠানামায় কোনো সার্কিট ব্রেকার ছিল না।

এর ফলে কোম্পানিটির শেয়ার দর আজ ৫৬ টাকা ৫০ পয়সা বা ১২.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১০ টাকা ৯০ পয়সায়। এদিন শেয়ারটির দর ৪১০ টাকা থেকে ৪৩০ টাকা পর্যন্ত উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির মোট ৬ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ওয়ালটন হাইটেক। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ৩৫০ শতাংশ ক্যাশ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ২২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪৪ টাকা ৭৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৫৮ টাকা ২০ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৫৬ টাকা ৯৬ পয়সা।

২০২৫ সালের জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯৯ টাকা ৭৪৯৯ পয়সায়। আগের বছর ছিল ৩৭৯ টাকা ৩০ পয়সা।

আগামী ২৮ অক্টোবর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে (অনলাইনে) কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এসখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত