ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২
আর্থিক চাপ কাটাতে ভবন বিক্রি করছে শেয়ারবাজারের দুই প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা প্রতিষ্ঠান ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলে অবস্থিত নিজস্ব ভবন বিক্রির ঘোষণা দিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে। চলমান আর্থিক চাপ মোকাবিলা ও ব্যবসায়িক বৈচিত্র আনতে বিক্রির সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এই ভবনটি ফনিক্স ইন্স্যুরেন্স এবং এর সহযোগী প্রতিষ্ঠান ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর যৌথ মালিকানাধীন। উল্লেখযোগ্য বিষয় হলো, ফনিক্স ফাইন্যান্সও একই ভবন বিক্রির প্রক্রিয়ায় রয়েছে। ফলে দুই প্রতিষ্ঠান আর্থিক সংকট কাটাতে ও নগদ প্রবাহ বাড়াতে একই সম্পদ বিক্রিতে এগিয়ে এসেছে।
ভবনের অবস্থানগত গুরুত্বও কম নয়। মতিঝিলের কেন্দ্রস্থলে ৮.৬১ কাঠা জমির ওপর নির্মিত আটতলা বাণিজ্যিক ভবনটি দীর্ঘদিন ধরে দুই প্রতিষ্ঠানের অন্যতম সম্পদ হিসেবে বিবেচিত হয়ে আসছিল। তবে আর্থিক পুনর্গঠন ও নগদ অর্থ সংগ্রহের প্রয়োজনীয়তার কারণে এখন এটি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ফনিক্স ইন্স্যুরেন্স চলমান চ্যালেঞ্জ মোকাবিলা, বিনিয়োগ বৈচিত্রকরণ এবং ব্যয় নিয়ন্ত্রণের জন্য সম্পদ পুনর্বিন্যাস কৌশল গ্রহণ করেছে। মতিঝিলের ভবন বিক্রি তারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, ভবন বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ কোম্পানির মূল ব্যবসায়িক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কাজে লাগানো যেতে পারে। এতে একদিকে যেমন নগদ প্রবাহ সংকট কমবে, অন্যদিকে মূল ব্যবসায় মনোযোগ দেওয়া সহজ হবে। তাদের মতে, এই অর্থ ব্যয় নিয়ন্ত্রণ, ঋণ পরিশোধ এবং বিনিয়োগ সম্প্রসারণে ব্যবহৃত হলে ফনিক্স ইন্স্যুরেন্স ভবিষ্যতে ইতিবাচক অবস্থানে পৌঁছাতে পারে।
অনেকে বলছেন, একই ভবনের মালিকানায় থাকা দুই কোম্পানি যখন একই সময়ে বিক্রির পথে হাঁটছে, তখন এটি কেবল আর্থিক সংকট নয়, বরং একটি বড় কৌশলগত পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- ২৪ সেপ্টেম্বর ডুয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী, থাকবে নানা আয়োজন
- বিনিয়োগকারীদের সচেতন করতে টিভি স্ক্রলে বিশেষ বার্তা
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- থেমে গেল বড় বিনিয়োগকারীদের মুনাফার তথ্য তদারকি