ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
আর্থিক চাপ কাটাতে ভবন বিক্রি করছে শেয়ারবাজারের দুই প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা প্রতিষ্ঠান ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলে অবস্থিত নিজস্ব ভবন বিক্রির ঘোষণা দিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে। চলমান আর্থিক চাপ মোকাবিলা ও ব্যবসায়িক বৈচিত্র আনতে বিক্রির সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এই ভবনটি ফনিক্স ইন্স্যুরেন্স এবং এর সহযোগী প্রতিষ্ঠান ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর যৌথ মালিকানাধীন। উল্লেখযোগ্য বিষয় হলো, ফনিক্স ফাইন্যান্সও একই ভবন বিক্রির প্রক্রিয়ায় রয়েছে। ফলে দুই প্রতিষ্ঠান আর্থিক সংকট কাটাতে ও নগদ প্রবাহ বাড়াতে একই সম্পদ বিক্রিতে এগিয়ে এসেছে।
ভবনের অবস্থানগত গুরুত্বও কম নয়। মতিঝিলের কেন্দ্রস্থলে ৮.৬১ কাঠা জমির ওপর নির্মিত আটতলা বাণিজ্যিক ভবনটি দীর্ঘদিন ধরে দুই প্রতিষ্ঠানের অন্যতম সম্পদ হিসেবে বিবেচিত হয়ে আসছিল। তবে আর্থিক পুনর্গঠন ও নগদ অর্থ সংগ্রহের প্রয়োজনীয়তার কারণে এখন এটি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ফনিক্স ইন্স্যুরেন্স চলমান চ্যালেঞ্জ মোকাবিলা, বিনিয়োগ বৈচিত্রকরণ এবং ব্যয় নিয়ন্ত্রণের জন্য সম্পদ পুনর্বিন্যাস কৌশল গ্রহণ করেছে। মতিঝিলের ভবন বিক্রি তারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, ভবন বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ কোম্পানির মূল ব্যবসায়িক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কাজে লাগানো যেতে পারে। এতে একদিকে যেমন নগদ প্রবাহ সংকট কমবে, অন্যদিকে মূল ব্যবসায় মনোযোগ দেওয়া সহজ হবে। তাদের মতে, এই অর্থ ব্যয় নিয়ন্ত্রণ, ঋণ পরিশোধ এবং বিনিয়োগ সম্প্রসারণে ব্যবহৃত হলে ফনিক্স ইন্স্যুরেন্স ভবিষ্যতে ইতিবাচক অবস্থানে পৌঁছাতে পারে।
অনেকে বলছেন, একই ভবনের মালিকানায় থাকা দুই কোম্পানি যখন একই সময়ে বিক্রির পথে হাঁটছে, তখন এটি কেবল আর্থিক সংকট নয়, বরং একটি বড় কৌশলগত পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)