ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২
শেয়ারবাজারে ধারাবাহিক পতনের নেপথ্যে ব্যাংক খাত
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : বাজারের সাম্প্রতিক সময়ে সূচকের ধারাবাহিক পতন হচ্ছে। এর সাথে পাল্লা দিয়ে কমেছে লেনদেন এবং বাজার মূলধন। চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবস সূচক পতন হলেও আজ নামে মাত্র বেড়েছে। চলতি সপ্তাহের প্রথম দুই দিনে সূচক কমেছে প্রায় ১১৩ পয়েন্ট। আজকে সূচক বাড়লেও তিন দিন আগের অবস্থানে ফিরে যেতে পারেনি। আজ সূচক বেড়েছে মাত্র ১০ পয়েন্ট। অর্থাৎ তিনদিন আগের তুলনায় সূচক কমেছে ১০৩ পয়েন্ট। গত তিনদিনের বাজার পর্যালোচনা অনুযায়ী এই পতনের নেতৃত্বে দিচ্ছে ব্যাংক খাত।
বাজার পর্যালোচন্যয় দেখা যায়, সপ্তাহের প্রথম দিনে ডিএসইএক্স ৬৮.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮১.৮৪ পয়েন্টে। সূচকের এই রেকর্ড পতনের নেতৃত্বে ছিল ১০ কোম্পানি। কোম্পানি ১০টি ছিল- ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, লাফার্জহোলসিম, সিটি ব্যাংক, বিকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, রবি আজিয়াটা, ওয়ালটন হাইটেক এবং বিএটিবিসি। এদিন ডিএসইর সূচক থেকে এই ১০ কোম্পানি ২৪ পয়েন্টের বেশি মাইনাস করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট মাইনাস করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি এদিন ডিএসইর সূচক থেকে ৭ পয়েন্টের বেশি মাইনাস করেছে। এদিন সিটি ব্যাংক প্রায় ২ পয়েন্ট মাইনাস করেছিল। অর্থাৎ দুই ব্যাংক সম্মিলিতখভাবে প্রায় ৯ পয়েন্ট মাইনাস করেছিল।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৭.১৪ পয়েন্টে। সূচকের পতনে সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে ৬ ব্যাংক। যেগুলো হলো- ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক। এদিন ডিএসইর সচক থেকে প্রায় ১৪ পয়েন্ট মাইনাস করেছে এই ৬ ব্যাংক।
ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি ডিএসইর সূচক থেকে প্রায় ৬ পয়েন্ট মাইনাস করেছে। দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে সিটি ব্যাংক। এদিন ব্যাংকটি ডিএসইর সূচক থেকে ৪ পয়েন্টের বেশি মাইনাস করেছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে ইউসিবি। এদিন ব্যাংকটি ডিএসইর সূচক থেকে ২ পয়েন্ট মাইনাস করেছে। অন্য ৩ ব্যাংকের মধ্যে- ইস্টার্ন ব্যাংক প্রায় ২ পয়েন্ট, ব্র্যাক ব্যাংক প্রায় ২ পয়েন্ট, এবং আইএফআইসি ব্যাংক ১ পযেন্টের বেশি মাইনাস করেছে।
এদিকে, সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচক পতনের নেতৃত্বে থাকা কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, পূবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণ ফোন এবং এবি ব্যাংক।
এসব কোম্পানি আজ সূচক থেকে পায় ১২ পয়েন্ট মাইনাস করেছে। যার মধ্যে ৮টিই ছিল ব্যাংক। আর এই ৮ ব্যাংক সূচক থেকে প্রায় ৯ পয়েন্ট মাইনাস করেছে। অর্থাৎ ৩ দিনে মোট ১৬টি ব্যাংকের কারণে ডিএসইর সূচক থেকে প্রায় ৩০ পয়েন্ট কমেছে।
আজ সূচক থেকে সর্ব্চ্েচ পয়েন্ট মাইনাস করেছে স্কয়ার ফার্মা। কোম্পানিটি আজ ডিএসইর সূচক থেকে ২ পয়েন্ট মাইনাস করেছে। এদিন ডিএসইর প্রায় ২ পয়েন্ট মাইনাস করেছে পূবালী ব্যাংক। এছাড়া ১ পয়েন্টের বেশি মাইনাস করে তৃতীয় অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। অন্য কোম্পানিগুলো প্রায় ১ পয়েন্ট করে মাইনাস করেছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)