ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

টিভিতে আজকের খেলা: সময়, ম্যাচ ও চ্যানেল লিস্ট

২০২৫ সেপ্টেম্বর ০৪ ০৮:৫৮:২৩

টিভিতে আজকের খেলা: সময়, ম্যাচ ও চ্যানেল লিস্ট

স্পোর্টস ডেস্ক: আজকের টিভি পর্দা জমবে নানা রঙের খেলায়। ক্রিকেটের ব্যাট-বলের লড়াই, ফুটবলের ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাই, ইউএস ওপেনের টেনিস রোমাঞ্চ আর এশিয়া কাপ হকির উত্তাপ—সব মিলিয়ে দর্শকরা আজ উপভোগ করতে পারবেন খেলাধুলার বৈচিত্র্যময় আয়োজন।

আজ মাঠের লড়াই জমবে ক্রিকেট, ফুটবল, টেনিস ও হকিতে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ম্যাচ সরাসরি দেখা যাবে টিভি পর্দায়।

ক্রিকেটে রাত ৯টায় টি স্পোর্টসে সম্প্রচার হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সংযুক্ত আরব আমিরাত-পাকিস্তান ম্যাচ। সন্ধ্যা ৬টায় সনি স্পোর্টস ৫-এ দেখা যাবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে।

ফুটবলে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে একই সময়ে রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে একাধিক ম্যাচ। টেন ১-এ স্লোভাকিয়া-জার্মানি, টেন ২-এ বুলগেরিয়া-স্পেন, টেন ৩-এ নেদারল্যান্ডস-পোল্যান্ড এবং সনি লিভ-এ লিচেনস্টেইন-বেলজিয়াম মুখোমুখি হবে।

টেনিসে ইউএস ওপেনের রোমাঞ্চকর লড়াই সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। রাত ১০টায় পুরুষ দ্বৈত সেমিফাইনাল এবং আগামীকাল ভোর ৫টায় মেয়েদের একক সেমিফাইনাল সম্প্রচার করা হবে।

হকিতে এশিয়া কাপে আজ তিনটি ম্যাচ। দুপুর ৩টায় বাংলাদেশ লড়বে কাজাখস্তানের বিপক্ষে। বিকেল ৫টা ৩০ মিনিটে দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে চীনের, আর রাত ৮টায় ভারত খেলবে মালয়েশিয়ার সঙ্গে। সবগুলো ম্যাচ দেখা যাবে সনি স্পোর্টস ১-এ।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত