ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
বাহরাইনের গোল্ডেন ভিসা: খরচ কম, সুবিধা বেশি
.jpg)
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় তুলনামূলক কম খরচ ও বেশি সুবিধার কারণে বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা দ্রুত অভিবাসীদের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে। বাহরাইন সরকারের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে চালু হওয়া এই ভিসা মূলত মধ্যম পর্যায়ের পেশাজীবী, রিয়েল এস্টেটে বিনিয়োগকারী এবং অবসরপ্রাপ্তদের জন্য দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ করে দিচ্ছে।
কেন বাহরাইনের গোল্ডেন ভিসা বেশি আকর্ষণীয়?
সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের প্রিমিয়াম রেসিডেন্সির তুলনায় বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসার মূল আকর্ষণ এর তুলনামূলক কম খরচ ও সহজ শর্তাবলী। এই ভিসার মাধ্যমে কেউ নির্দিষ্ট কোনো নিয়োগকর্তার স্পনসরশিপ ছাড়াই চাকরি করতে, নিজস্ব ব্যবসা শুরু করতে বা ফ্রিল্যান্সিং করতে পারেন যা উপসাগরীয় অঞ্চলে খুবই বিরল সুবিধা।
এছাড়া, বাহরাইনে বসবাসের ব্যয় উল্লেখযোগ্যভাবে কম। উদাহরণস্বরূপ, রাজধানী মানামায় বাসস্থানের খরচ দুবাইয়ের তুলনায় প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কম, আর দৈনন্দিন ব্যয় যেমন বাজার করা ও যাতায়াত তাও তুলনামূলকভাবে সাশ্রয়ী।
অর্থনৈতিক দিক থেকে তুলনা করলে দেখা যায়, আমিরাতে গোল্ডেন ভিসা পেতে কমপক্ষে ২০ লাখ দিরহাম (প্রায় ৫ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার) মূল্যের সম্পদে বিনিয়োগ করতে হয়, যেখানে বাহরাইনে এ ধরনের রেসিডেন্সি পেতে প্রয়োজন মাত্র ২ লাখ বাহরাইনি দিনার (প্রায় ৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার)।
আরেকটি বড় সুবিধা হলো বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসাধারীদের বিদেশে অবস্থানের সময়সীমার ওপর কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমিরাতে গোল্ডেন ভিসাধারীদের প্রতি ছয় মাসে দেশে ফিরতে হয়।
পারিবারিক সুবিধা
বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা পরিবারকেন্দ্রিক সুবিধা দিয়ে থাকে। স্বামী/স্ত্রী, সন্তান এবং পিতামাতাকে সহজেই স্পনসর করা যায়। ভিসা নবায়নের জন্য চাকরি বা সম্পত্তি ধরে রাখার বাধ্যবাধকতা নেই, যা একে দীর্ঘমেয়াদি বসবাসের জন্য আকর্ষণীয় করে তোলে।
কারা আবেদন করতে পারবেন?
বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সির জন্য চারটি যোগ্যতা বিভাগ রয়েছে: দক্ষ পেশাদার: বাহরাইনে কমপক্ষে পাঁচ বছর বসবাস এবং মাসিক দুই হাজার বাহরাইনি দিনার আয়, বিনিয়োগকারী: দুই লাখ বাহরাইনি দিনার মূল্যের সম্পত্তির মালিক, অবসরপ্রাপ্ত ব্যক্তি: বাহরাইনে বসবাসরত অবসরপ্রাপ্তদের জন্য মাসিক দুই হাজার দিনার পেনশন এবং বাহরাইনের বাইরে থাকা অবসরপ্রাপ্তদের জন্য চার হাজার দিনার, বিশেষ প্রতিভা: বিজ্ঞান, ক্রীড়া, শিল্পকলা বা উদ্যোক্তা ক্ষেত্রে স্বীকৃত ব্যক্তিরা।
আবেদন প্রক্রিয়া
বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসার আবেদন প্রক্রিয়া সহজ এবং ডিজিটাল। আবেদনকারীদের বাহরাইনের অফিসিয়াল পোর্টালে (বাহরাইন ডট বিএইচ) একটি ইকি (eKey) অ্যাকাউন্ট তৈরি করে প্রয়োজনীয় নথি (পাসপোর্ট, স্বাস্থ্য বীমা, আয় বা সম্পত্তির প্রমাণ) জমা দিতে হয়। আবেদন ফি মাত্র পাঁচ বাহরাইনি দিনার। আবেদন অনুমোদনের পর ভিসা ইস্যু ফি ৩০০ দিনার। আবেদন প্রক্রিয়া সাধারণত পাঁচ থেকে ১০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা