ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

স্পেনে বাংলাদেশি উৎসব অনুষ্ঠিত

ডুয়া নিউজ- প্রবাস
২০২৫ জুলাই ১৪ ১৫:১০:৪২
স্পেনে বাংলাদেশি উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশি উৎসব অনুষ্ঠিত হয়েছে স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার স্থানীয় সিটি কর্পোরেশনের ফিয়েস্তা মাইয়োর উৎসবের অংশ হিসেবে।

শুক্রবার বাংলাদেশ কমিউনিটি বার্সেলোনা আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য দেশের অভিবাসীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশি উৎসবে প্রধান অতিথি ছিলেন কাতালোনিয়া জোট সরকারের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী পেরে আরাগন। তিনি বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের নিজস্ব সংস্কৃতি ধরে রাখার এ প্রচেষ্টার প্রশংসা করেন।

উৎসবে শিশু-কিশোরদের জন্য যেমন খুশি তেমন সাজো এবং বড়দের জন্য চেয়ার সিটিং প্রতিযোগিতা আয়োজন করা হয়। দেশীয় বিভিন্ন খাবারের স্টলগুলোতে ছিল প্রবাসীদের ভিড়। মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী ও সুইডেন থেকে আগত শিল্পীবৃন্দ।

আয়োজক সালেহ আহমদ সোহাগ, আবুল কালাম আজাদ ও পারভেজ ইসলাম জানান, প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি সংরক্ষণ ও প্রসারের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের উৎসব করার পরিকল্পনা জানান। অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত