ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

প্রতি মাসে ৬০ হাজার কর্মীকে দক্ষতার সনদ দিচ্ছে সরকার: আসিফ নজরুল

২০২৬ জানুয়ারি ২৭ ১২:১৬:৫১

প্রতি মাসে ৬০ হাজার কর্মীকে দক্ষতার সনদ দিচ্ছে সরকার: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শ্রমবাজারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশ পরিকল্পিতভাবে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত তৃতীয় ‘গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে’ তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল জানান, সৌদি আরবের ‘তাকামল’ প্ল্যাটফর্মের সঙ্গে সম্পাদিত দক্ষতা যাচাই কর্মসূচি (এসভিপি) চুক্তির আওতায় বাংলাদেশ প্রতি মাসে বিভিন্ন পেশার ৬০ হাজার কর্মীকে দক্ষতার সনদ প্রদান করছে। সৌদি শ্রমবাজারের প্রকৃত চাহিদাকে গুরুত্ব দিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি কর্মীদের গ্রহণযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দেবে।

শ্রমিক অধিকার রক্ষায় বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরে উপদেষ্টা বলেন, “দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম আইএলও’র ১০টি মৌলিক কনভেনশন অনুমোদন করেছে। এটি শ্রমবাজারে ন্যায্যতা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করার প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ।” এর ধারাবাহিকতায় সরকার ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ জারি করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, এই নতুন অধ্যাদেশের ফলে ট্রেড ইউনিয়ন গঠন প্রক্রিয়া সহজ হবে, লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য দূর হবে এবং শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার প্রথা বন্ধ হবে। এছাড়া বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত শ্রমিক নিয়োগ সংক্রান্ত চুক্তিটি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।

রিয়াদে অনুষ্ঠিত এই সম্মেলনে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাসচিবসহ বিশ্বের ৩৫টি দেশের শ্রমমন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের এই সময়োপযোগী পদক্ষেপগুলো বিশ্বনেতাদের সামনে ইতিবাচকভাবে ফুটে উঠেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত