ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
বাংলাদেশিসহ ২০১ প্রবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরের শুরুতেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়া। এর অংশ হিসেবে ১৮ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ২০১ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এই প্রত্যাবাসন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১২ জানুয়ারি) মালয়েশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানায়, জানুয়ারির প্রথম সপ্তাহে পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে এসব বিদেশি বন্দিকে পর্যায়ক্রমে প্রত্যাবাসন করা হয়।
ইমিগ্রেশন বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৬০ জন ইন্দোনেশিয়ার নাগরিক। এ ছাড়া বাংলাদেশ থেকে ১৮ জন, পাকিস্তানের ১৩ জন, কম্বোডিয়ার চারজন এবং ভারত ও সিঙ্গাপুরের তিনজন করে নাগরিক রয়েছেন।
প্রত্যাবাসন কার্যক্রমে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২) ছাড়াও জোহরের স্টুলাং লাউট ফেরি টার্মিনাল ব্যবহার করা হয়েছে। সংশ্লিষ্ট দেশের গন্তব্য অনুযায়ী এসব রুট নির্ধারণ করা হয়।
ইমিগ্রেশন বিভাগ জানায়, ফেরত পাঠানো প্রত্যেক ব্যক্তিকে তাদের ডেটাবেজে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো কারণেই তারা মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।
জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের মতে, পেকান নেনাস ডিটেনশন ডিপো থেকে নিয়মিত প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যাতে সাজা শেষ করা বন্দিদের অবৈধ অবস্থান রোধ করা যায় এবং ডিটেনশন ডিপোতে বন্দির অতিরিক্ত চাপ কমে।
কর্তৃপক্ষ আরও জানায়, প্রত্যাবাসন–সংক্রান্ত টিকিট কেনাসহ সব আনুষ্ঠানিকতা ডিটেনশন ডিপোর নির্ধারিত সার্ভিস কাউন্টার থেকেই সম্পন্ন করা হয়। এতে কোনো অতিরিক্ত ফি নেই এবং দালাল বা মধ্যস্বত্বভোগীদের আশ্রয় না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রত্যাবাসন সংক্রান্ত তথ্য বা প্রয়োজনীয় সহায়তার জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর রেকর্ডস ও ট্রান্সফার ইউনিটে যোগাযোগ অথবা অনলাইন অনুসন্ধান ব্যবস্থার ব্যবহারের পরামর্শ দিয়েছে বিভাগটি।
জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও প্রত্যাবাসন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- সুন্দরবনে ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন ঢাবি শিক্ষক
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে