ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা ২০২৬ সাল থেকে দেশটির নির্দিষ্ট অঞ্চলে সম্পত্তি কেনার সুযোগ পাবেন। সম্প্রতি সৌদি সরকার এ সংক্রান্ত একটি নতুন আইন পাস করেছে। এ আইনের আওতায় বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো সৌদির নির্ধারিত এলাকায় সম্পত্তি কিনতে পারবে।
কোন কোন এলাকায় কেনা যাবে?
আইনের প্রথম পর্যায়ে যেসব এলাকায় সম্পত্তি কেনা অনুমোদিত হবে তার মধ্যে রয়েছে রিয়াদ, জেদ্দা এবং আরও কিছু নির্ধারিত অঞ্চল, যেগুলোর তালিকা পরে প্রকাশ করা হবে। তবে মক্কা ও মদিনার মতো ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্পত্তি কিনতে হলে বিশেষ অনুমোদন নিতে হবে।
কবে থেকে আইন কার্যকর?
নতুন আইনটি ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। তার আগে সৌদি সরকার ‘ইস্তিতা’ নামে একটি পরামর্শমূলক ওয়েবসাইটে ১৮০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ নিয়ম-কানুন ও অনুমোদিত এলাকার তালিকা প্রকাশ করবে। এ সময় জনগণের মতামত নেওয়ার সুযোগ থাকবে।
কারা কিনতে পারবে?
নতুন আইনের আওতায় বিদেশি ব্যক্তি ও আন্তর্জাতিক কোম্পানিগুলো সৌদি আরবে সম্পত্তি কিনতে পারবে। এই উদ্যোগকে সৌদির অর্থনৈতিক বৈচিত্র্যকরণের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সিদ্ধান্তের পেছনে কারণ
সৌদি সরকারের ভিশন ২০৩০ অনুযায়ী, এই পদক্ষেপের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, আবাসন ও বাণিজ্যিক ভবনের জোগান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করাই মূল লক্ষ্য। রিয়াদ, জেদ্দা ও নিওম-এর মতো বড় শহরগুলোতে বিনিয়োগ উৎসাহিত করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রবাসীদের জন্য পরামর্শ
সরকারি তথ্য জানার জন্য ‘ইস্তিতা’ প্ল্যাটফর্মে নিয়মিত নজর রাখতে বলা হয়েছে।
২০২৫ সালের শেষ নাগাদ সম্পূর্ণ নিয়মনীতি প্রকাশিত হবে।
যেসব রিয়েল এস্টেট কোম্পানি নতুন এলাকায় প্রকল্প শুরু করবে তাদের কার্যক্রমও পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সৌদি আরব রিয়াদ ও জেদ্দার মতো শহরগুলোকে মধ্যপ্রাচ্যের নতুন বিনিয়োগ হটস্পটে পরিণত করতে পারবে যেমনটি হয়েছে দুবাই, আবু ধাবি ও দোহার ক্ষেত্রে।
তথ্য : গালফ নিউজ, মিডল ইস্ট আই
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ