ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ইস্যুর পরও যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

ডুয়া নিউজ- প্রবাস
২০২৫ জুলাই ০৭ ১২:১৩:৫৩
ইস্যুর পরও যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার পরও আবেদনকারীদের নিরাপত্তা যাচাই প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়ে যায় না। ভিসা ইস্যুর পর কেউ যদি আইন লঙ্ঘন করেন বা ভিসার শর্ত ভঙ্গ করেন, তবে তার ভিসা বাতিল করার সুযোগ রয়েছে—এমন তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।

সোমবার (৭ জুলাই) দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, প্রতিটি ভিসা আবেদনকারীকে বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। এই প্রক্রিয়ায় আবেদনকারীর তথ্য যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা এবং সন্ত্রাসবিরোধী বিভিন্ন ডেটাবেসের সঙ্গে মিলিয়ে পরীক্ষা করা হয়।

পোস্টে আরও উল্লেখ করা হয়, ভিসার অপব্যবহার রোধ এবং যুক্তরাষ্ট্রে সবার নিরাপত্তা নিশ্চিত করতেই তারা এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বাঁচতে চায় ঢাবি শিক্ষার্থী মুন্নাছ

বাঁচতে চায় ঢাবি শিক্ষার্থী মুন্নাছ

দুরারোগ্য ব্যাধি লিউকেমিয়াতে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের ১০১তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মুন্নাছ আলী। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী সবার সহযোগিতায়... বিস্তারিত