ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ইস্যুর পরও যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

২০২৫ জুলাই ০৭ ১২:১৩:৫৩

ইস্যুর পরও যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার পরও আবেদনকারীদের নিরাপত্তা যাচাই প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়ে যায় না। ভিসা ইস্যুর পর কেউ যদি আইন লঙ্ঘন করেন বা ভিসার শর্ত ভঙ্গ করেন, তবে তার ভিসা বাতিল করার সুযোগ রয়েছে—এমন তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।

সোমবার (৭ জুলাই) দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, প্রতিটি ভিসা আবেদনকারীকে বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। এই প্রক্রিয়ায় আবেদনকারীর তথ্য যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা এবং সন্ত্রাসবিরোধী বিভিন্ন ডেটাবেসের সঙ্গে মিলিয়ে পরীক্ষা করা হয়।

পোস্টে আরও উল্লেখ করা হয়, ভিসার অপব্যবহার রোধ এবং যুক্তরাষ্ট্রে সবার নিরাপত্তা নিশ্চিত করতেই তারা এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি... বিস্তারিত