ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পাঁচ দফা দাবি উত্থাপন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০৪ ২০:৩১:৩৫
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পাঁচ দফা দাবি উত্থাপন

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করতে পাঁচ দাবি জানিয়েছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, ইউকে।

শুক্রবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজির আহমদ এসব দাবি তুলে ধরেন।

তিনি বলেন, নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে প্রবাসীদের ভোটাধিকার প্রক্রিয়া সহজ ও আধুনিক হওয়া প্রয়োজন। বিশ্বের ১৫৭টি দেশে দেড় কোটিরও বেশি বাংলাদেশি বসবাস করছেন। তুরস্ক, ফিনল্যান্ড, ফ্রান্সসহ বিভিন্ন দেশে প্রবাসীরা তাদের ভোট প্রয়োগ করতে পারছেন। অন্য দেশের প্রবাসীরা ভোট দিতে পারলে কেন আমাদের দেশের প্রবাসীরা পারবে না? প্রবাসীদের ন্যায্য এই দাবি মেনে তাদের ভোটাধিকার দিতে হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তা নিশ্চিত করতে হবে।

  • প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, ইউকের দাবিগুলো হলো- আগামী সংসদ নির্বাচনে সব প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ্যমান তৎপরতা, ভোটার তালিকা প্রস্তুতির কাজ শিগগিরই শুরু করা।
  • প্রবাসীদের এনআইডি কার্ড প্রদানের পর ভোটার তালিকা প্রস্তুত করতে গেলে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন না।
  • তাই ভোটার তালিকা প্রস্তুতি সহজতর করা, বাংলাদেশি পাসপোর্ট, ফরেন পাসপোর্টে ‘নো ভিসা রিকুইয়ার্ড’ স্ট্যাম্প, জন্ম সনদ, এসএসসি সার্টিফিকেটসহ যেকোনো পাবলিক ডকুমেন্টে বাংলাদেশি নাগরিকত্ব দেখায়—তা দেখিয়ে ভোটার তালিকা তৈরি করা।
  • প্রবাসীদের ভোটার তালিকা প্রণয়ন ও ভোটাধিকার নিশ্চিতকরণে প্রবাসী বিশেষজ্ঞদের মতামত নেওয়া।
  • ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনারকে রিটার্নিং অথবা প্রিজাইডিং অফিসার নিযুক্ত করে প্রয়োজনীয় বুথ সরবরাহ করে ফিজিক্যাল ভোটের ব্যবস্থা করা।

এ সময় উপস্থিত ছিলেন- আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যারিস্টার ইকবাল হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার মুজাক্কির হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত