ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের সুখবর

ডুয়া নিউজ- প্রবাস
২০২৫ জুলাই ০৩ ১৮:৩৮:৪৮
বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের সুখবর

উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবারও যুক্তরাষ্ট্রের দরজা খুলে গেল। নতুন করে শুরু হয়েছে ছাত্র ভিসার আবেদন গ্রহণ। এই প্রেক্ষিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র মিগনন হিউস্টন শিক্ষার্থীদের উদ্দেশে দিয়েছেন একটি শক্ত বার্তা—ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই হবে।

হিউস্টন বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতির কেন্দ্রে রয়েছে জাতীয় নিরাপত্তা। যারা পড়াশোনার আড়ালে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসে, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা ভিসার অপব্যবহার করে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ভিসা শুধু প্রবেশের অনুমতি নয়—এটি শিক্ষার্থীর উদ্দেশ্য, আচরণ ও সততার প্রতিফলনও।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র চায় শিক্ষার্থীরা যেন পড়াশোনার জন্যই আসে, শেখে এবং অর্জিত জ্ঞান নিয়ে নিজ দেশে ফিরে যায়। সহিংসতা বা বিশৃঙ্খলার কোনও জায়গা নেই। পাশাপাশি একটি নিরাপদ ও গঠনমূলক শিক্ষার পরিবেশ বজায় রাখাই তাদের অগ্রাধিকার।

এরই মধ্যে উঠে এসেছে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিষয়টিও। হিউস্টন বলেন, ভারত এখন কেবল বাণিজ্যিক অংশীদার নয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্তম্ভও বটে। কোয়াড এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে খুব শিগগিরই একটি নতুন চুক্তি হতে পারে। বর্তমানে মার্কিন কোম্পানিগুলো ভারতে যথাযথ প্রবেশাধিকার পায় না তবে তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে ভারসাম্যপূর্ণ ও কম ট্যারিফে একটি চুক্তি সম্ভব হবে।

সব মিলিয়ে এনডিটিভি বলছে, ভিসানীতি, কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্যিক সম্পর্ক—এই তিন স্তম্ভেই নতুন গতি পেয়েছে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত