ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা

'বিদেশ গমনের পুরো প্রক্রিয়া ডিজিটালাইজড হওয়ায় দুর্নীতি কমেছে'

২০২৫ ডিসেম্বর ১৭ ১২:৩৩:০৩

'বিদেশ গমনের পুরো প্রক্রিয়া ডিজিটালাইজড হওয়ায় দুর্নীতি কমেছে'

নিজস্ব প্রতিবেদক: বিদেশ গমন প্রক্রিয়া শতভাগ ডিজিটালাইজড করার ফলে এ খাতে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তির সুযোগ অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, অতীতে প্রবাসী অ্যাপসের মাধ্যমে হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হতো, যা বন্ধ করতে সরকার প্রাণান্ত প্রচেষ্টা চালিয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আসিফ নজরুল বলেন, ‘আইওএম এবং আইএলও-এর সহায়তায় আমরা ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ নামে একটি সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছি। বিদেশ গমনের পুরো প্রক্রিয়া ডিজিটালাইজড হওয়ায় দুর্নীতি কমেছে। তবে মেশিনের পেছনে থাকা মানুষদেরও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’

সৌদি আরব ও মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ প্রথমবারের মতো আনুষ্ঠানিক চুক্তি করেছে, যা ভারত বা পাকিস্তানের সঙ্গেও হয়নি। এর ইতিবাচক প্রভাব ভবিষ্যতে দেখা যাবে। এছাড়া মালয়েশিয়ায় কর্মীদের আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যা অনুরোধের পর মাল্টিপল ভিসায় রূপান্তর করা সম্ভব হয়েছে।’

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট প্রসঙ্গে তিনি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘মালয়েশিয়ার ক্ষেত্রে সিন্ডিকেট নিয়ে অনেক অভিযোগ ছিল। আমরা সেই সিন্ডিকেট সম্পূর্ণ ‘ডিলিস্টিং’ করেছি এবং অবৈধভাবে মুনাফা অর্জনকারীদের ভেঙে দেওয়ার চেষ্টা করেছি।’

প্রবাসীদের ভোটাধিকার ও বিমানবন্দর সুবিধা নিয়ে উপদেষ্টা বলেন, ‘এবারই প্রথম প্রবাসীরা ভোট দিতে পারবেন। এছাড়া ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ সেবা চালু করা হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী সরকার যদি দেশপ্রেমিক ও কৃতজ্ঞতাবোধ সম্পন্ন হয়, তবে তারা প্রবাসীদের কল্যাণে এই কাজগুলো আরও এগিয়ে নেবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত