ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

রেল নিরাপত্তায় কঠোর নির্দেশনা মন্ত্রণালয়ের

২০২৬ জানুয়ারি ৩১ ১৮:৫৯:০৪

রেল নিরাপত্তায় কঠোর নির্দেশনা মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের রেলপথে যেকোনো ধরনের নাশকতা ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। যাত্রী, ট্রেন চলাচল ও রেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে কোনো স্বার্থান্বেষী মহল নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। বিশেষ করে গণপরিবহন হিসেবে রেলকে টার্গেট করে ক্ষতিকর কর্মকাণ্ড চালানোর আশঙ্কা রয়েছে।

এ প্রেক্ষাপটে যাত্রীসাধারণের নিরাপত্তা, ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখা এবং রেল অবকাঠামো সুরক্ষায় প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ, বাস্তবায়ন ও নিয়মিত অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, কোনো ধরনের নাশকতা, সন্দেহজনক তৎপরতা কিংবা রেল যাত্রী, ট্রেন বা রেল স্থাপনায় ক্ষতিসাধনের চেষ্টা নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী রেলস্টেশনে দায়িত্বরত কর্মচারী, সংশ্লিষ্ট গেটকিপার অথবা রেল পুলিশকে জানাতে হবে।

এ ছাড়া জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের হটলাইন নম্বর ১৩১-এ ফোন করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন