ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

২০২৫ ডিসেম্বর ০১ ১৪:৩২:৪৪

অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সিডনির ল্যাকেম্বা এলাকায় অবস্থিত রেস্তোরাঁ মাসালা-এ এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বর্তমানে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর দ্রুত আরোগ্য কামনায় মাহফিলে গভীর মোনাজাত করা হয়। দেশনেত্রীকে সুস্থ অবস্থায় আবারও জাতির মাঝে ফিরে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও মুসল্লিরা।

মাহফিলে অস্ট্রেলিয়া বিএনপির বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দোয়ায় অংশ নেন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা মনিরুল হক জর্জ, সাবেক সহসভাপতি ও সাবেক জিয়া পরিষদ সভাপতি রুহুল আহমেদ সওদাগর, ডা. আব্দুল ওয়াহাব, সাবেক জিয়া পরিষদের সভাপতি আব্দুল কাইয়ুম, বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মো. আবুল হাছান, সহসভাপতি কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সহসভাপতি বেলাল হোসেন ঢালী, মোবারক হোসেন, আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক এ এন এম মাসুম, যুগ্ম সম্পাদক খাইরুল কবির পিন্টু, মো. কুদ্দসুর রহমান, মো. কামরুল ইসলাম, নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি মো. ইরফান খান, জিয়া ফোরামের আহ্বায়ক সোহেল মাহমুদ ইকবাল এবং সদস্যসচিব জাকির আলম লেলিন।

এ ছাড়াও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মুসল্লি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

বিশেষ মোনাজাত পরিচালনা করেন অস্ট্রেলিয়া বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সুপ্রভাত সিডনির সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ শামীম। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সকল প্রকার বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করেন।

মাহফিল শেষে আয়োজকরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ রোগমুক্তি কামনায় অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে এমন দোয়া মাহফিল ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত