ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল সাড়ে ৪ লাখ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট প্রদানের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীদের নিবন্ধনের সংখ্যা সাড়ে ৪ লাখ ছাড়িয়ে গেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত ইসির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৪ লাখ ৫৬ হাজার ৭৭৯ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
নিবন্ধিত প্রবাসীদের মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৮ হাজার ৪৯৯ জন এবং নারী ভোটার ২৮ হাজার ২৭৮ জন। এছাড়া দেশের ভেতর থেকেও সরকারি চাকরিজীবী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ৪৪ হাজার ৪২৮ জন এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি চাকরিজীবী ৪৪ হাজার ৩৬৯ জন এবং নির্বাচনী কর্মকর্তা ৫৯ জন।
ইসি সূত্রে জানা গেছে, এবারই প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোটগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে। ভোটাররা ভোট দেওয়ার পর ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাবেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনে অন্তত ৫০ লাখ প্রবাসীর ভোট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস