ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ছাড়াল সোয়া ২ লাখ

২০২৫ ডিসেম্বর ০৭ ১২:৪৬:৩৪

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ছাড়াল সোয়া ২ লাখ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সংখ্যা ২ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন দেশ থেকে মোট ২ লাখ ২৪ হাজার ১৪২ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

অ্যাপের পরিসংখ্যান অনুযায়ী, নিবন্ধিতদের মধ্যে পুরুষের সংখ্যা ২ লাখ ৪ হাজার ২ জন এবং নারীর সংখ্যা ২০ হাজার ১৪০ জন। নির্বাচন কমিশন জানিয়েছে, যারা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন, নির্দিষ্ট সময়ে তাদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে। এরপর ভোটাররা তাদের পছন্দমতো ভোট দিয়ে সেই ব্যালট আবার ডাকযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাবেন।

গত ১৯ নভেম্বর থেকে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরবসহ বিশ্বের বহু দেশ থেকে প্রবাসীরা এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।

ইসি সূত্রে আরও জানা গেছে, আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এই নির্বাচনে অন্তত ৫০ লাখ প্রবাসী ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত