ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
মালয়েশিয়ায় ১০ কর্মদিবসে প্রবাসীদের চাকরির অনুমোদন
মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসংস্থান প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নতুন সমন্বিত প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এখন থেকে মাত্র ১০ কার্যদিবসের মধ্যেই চাকরির অনুমোদন পাওয়া যাবে।
সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম এই তথ্য জানান। খবর বার্নামার।
তিনি বলেন, আগে যেখানে প্রবাসী কর্মসংস্থান পাস (ইপি) অনুমোদনে ৪০ দিন পর্যন্ত সময় লাগত সেখানে এখন প্রক্রিয়াটি মাত্র ১০ কর্মদিবসে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
এই উন্নয়ন এসেছে ‘এক্সপ্যাটস গেটওয়ে’ প্ল্যাটফর্মের সঙ্গে ‘ইন্টিগ্রেটেড ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট সিস্টেম (ইপিপিএএক্স)’ এবং ‘মাইফিউচারজব’-এর একীভূতকরণের মাধ্যমে।
মন্ত্রী জানান, পূর্বে নিয়োগদাতাদের একাধিক পৃথক প্ল্যাটফর্ম ব্যবহার করতে হতো। এখন সব প্রক্রিয়া একটি প্ল্যাটফর্মেই সম্পন্ন করা যাবে। এতে আবেদনকারীরা রিয়েল টাইমে আবেদন অবস্থা ট্র্যাক করতে পারবেন এবং তথ্য সরাসরি অফিসিয়াল সিস্টেম থেকে নেওয়ায় জালিয়াতির ঝুঁকি কমবে।
এতে ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ধারা ৬০ক অনুযায়ী ইপিপিএএক্স ও সকসোর অধীনে মাইফিউচারজব নিশ্চিতকরণ চিঠি—দুইটি প্রয়োজনীয়তা একত্রে যুক্ত হয়েছে।
মন্ত্রী আরও জানান, নতুন সিস্টেম চালুর প্রথম সপ্তাহেই প্রায় ১০০টি কোম্পানি এর মাধ্যমে আবেদন করেছে।
প্রবাসী কর্মীদের জন্য তৈরি করা এক্সপ্যাটস গেটওয়ে ২০২৩ সালের জুনে চালু হয়। এটি একটি ‘সিঙ্গেল উইন্ডো’ প্ল্যাটফর্ম যা ২৬টি সরকারি মন্ত্রণালয় ও সংস্থাকে সংযুক্ত করে।
এই একীকরণের ফলে নিয়োগকারীদের ব্যয় ৯০ শতাংশ পর্যন্ত কমবে এবং বছরে প্রায় ৫০০ মিলিয়ন রিঙ্গিত সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
প্রতি বছর মালয়েশিয়ায় এক লাখের বেশি প্রবাসী কর্মী নিয়োগের আবেদন জমা পড়ে। নতুন এই ব্যবস্থা নিয়োগদাতা, কর্মী, প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের জন্য বড় সুবিধা আনবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, এসব পদক্ষেপের কারণে আন্তর্জাতিক আইএমডি প্রতিযোগিতা সূচকে মালয়েশিয়ার অবস্থান উন্নত হয়ে ৩৪তম থেকে ২৩তম স্থানে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো