ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
মালয়েশিয়ায় ১০ কর্মদিবসে প্রবাসীদের চাকরির অনুমোদন

মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসংস্থান প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নতুন সমন্বিত প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এখন থেকে মাত্র ১০ কার্যদিবসের মধ্যেই চাকরির অনুমোদন পাওয়া যাবে।
সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম এই তথ্য জানান। খবর বার্নামার।
তিনি বলেন, আগে যেখানে প্রবাসী কর্মসংস্থান পাস (ইপি) অনুমোদনে ৪০ দিন পর্যন্ত সময় লাগত সেখানে এখন প্রক্রিয়াটি মাত্র ১০ কর্মদিবসে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
এই উন্নয়ন এসেছে ‘এক্সপ্যাটস গেটওয়ে’ প্ল্যাটফর্মের সঙ্গে ‘ইন্টিগ্রেটেড ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট সিস্টেম (ইপিপিএএক্স)’ এবং ‘মাইফিউচারজব’-এর একীভূতকরণের মাধ্যমে।
মন্ত্রী জানান, পূর্বে নিয়োগদাতাদের একাধিক পৃথক প্ল্যাটফর্ম ব্যবহার করতে হতো। এখন সব প্রক্রিয়া একটি প্ল্যাটফর্মেই সম্পন্ন করা যাবে। এতে আবেদনকারীরা রিয়েল টাইমে আবেদন অবস্থা ট্র্যাক করতে পারবেন এবং তথ্য সরাসরি অফিসিয়াল সিস্টেম থেকে নেওয়ায় জালিয়াতির ঝুঁকি কমবে।
এতে ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ধারা ৬০ক অনুযায়ী ইপিপিএএক্স ও সকসোর অধীনে মাইফিউচারজব নিশ্চিতকরণ চিঠি—দুইটি প্রয়োজনীয়তা একত্রে যুক্ত হয়েছে।
মন্ত্রী আরও জানান, নতুন সিস্টেম চালুর প্রথম সপ্তাহেই প্রায় ১০০টি কোম্পানি এর মাধ্যমে আবেদন করেছে।
প্রবাসী কর্মীদের জন্য তৈরি করা এক্সপ্যাটস গেটওয়ে ২০২৩ সালের জুনে চালু হয়। এটি একটি ‘সিঙ্গেল উইন্ডো’ প্ল্যাটফর্ম যা ২৬টি সরকারি মন্ত্রণালয় ও সংস্থাকে সংযুক্ত করে।
এই একীকরণের ফলে নিয়োগকারীদের ব্যয় ৯০ শতাংশ পর্যন্ত কমবে এবং বছরে প্রায় ৫০০ মিলিয়ন রিঙ্গিত সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
প্রতি বছর মালয়েশিয়ায় এক লাখের বেশি প্রবাসী কর্মী নিয়োগের আবেদন জমা পড়ে। নতুন এই ব্যবস্থা নিয়োগদাতা, কর্মী, প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের জন্য বড় সুবিধা আনবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, এসব পদক্ষেপের কারণে আন্তর্জাতিক আইএমডি প্রতিযোগিতা সূচকে মালয়েশিয়ার অবস্থান উন্নত হয়ে ৩৪তম থেকে ২৩তম স্থানে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা