ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ঢাবি অ্যালামনাইয়ের ৬ষ্ঠ দিনের সাক্ষাৎকার গ্রহণ চলছে

ডুয়া নিউজ- অ্যালামনাই
২০২৫ জুলাই ১২ ১১:০২:৩১
ঢাবি অ্যালামনাইয়ের ৬ষ্ঠ দিনের সাক্ষাৎকার গ্রহণ চলছে

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) বৃত্তির আবেদনকারী শিক্ষার্থীদের ৬ষ্ঠ দিনের মতো সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় অ্যালামনাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের ১১৪, ১১৭ এবং ১২৩ (খ) নং কক্ষে এই সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে।

অ্যালামনাই ফ্লোরেও শুরু হয়েছে বৃত্তির সাক্ষাৎকার পর্ব। সকাল ১১টায় শুরু হওয়া এ সাক্ষাৎকারে আহ্বায়ক হিসেবে আছেন রশিদ আহমেদ মামুন। এছাড়াও উপস্থিত আছেন গোলাম মেজবাহ উদ্দিন মাসুদ, রাশেদা আরজু, আতিকুর রহমান লিপন, ফাহমিদা জাহান বিউটি, মো. শামসুল আলম দুলাল, আরজু নাসরিন পনি ও নাজনীন জাহান।

ডুয়া অফিস জানায়, যেসব শিক্ষার্থীর ফোনে মেসেজ পাঠানো হয়েছে তারাই আজকের সাক্ষাৎকারে আসতে পারবেন। মেসেজে কোন ধরনের ক্রমিক নাম্বার দেয়া হচ্ছে না। শুধু সময়, তারিখ ও গ্রুপ জানিয়ে দেয়া হচ্ছে।

জানা গেছে, যেসব শিক্ষার্থী আগে ভাইভায় অংশগ্রহণ করতে পারেননি তারা আগামী ১৮ ও ১৯ জুলাই ভাইভা দিতে পারবেন।

আজকের সাক্ষাৎকারে আহ্বায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া সাক্ষাৎকার বোর্ডে আছেন এবং ডুয়ার অন্যতম সদস্য নজীর আহমেদ শিবাম, সাদিয়া আফরিন রুপু, মো. সাইফুল হক, নাজমুন নাহার, শাহিন আক্তার, রেজাউল করিম, পারভীন সুলতানা রাব্বি এবং নাসরীন জেনেফা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

অ্যালামনাই এর অন্যান্য সংবাদ