ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এলেন ঢাকায়

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১২ ১৮:০৬:৩৩
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এলেন ঢাকায়

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস যাত চারদিনের সফরে শনিবার (১২ জুলাই) ঢাকায় পৌঁছেছেন।

বিশ্বব্যাংকের ঢাকা অফিস এক বিবৃতিতে জানায়, সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিবৃতিতে জোহানেস যাত বলেন, “বাংলাদেশি জনগণের স্থিতিস্থাপকতা, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত দেশ গঠনের প্রত্যয় আমাকে সবসময় অনুপ্রাণিত করে। কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব ছাড়ার পর গত এক দশকে বাংলাদেশের যে রূপান্তরমূলক অগ্রগতি হয়েছে তা প্রত্যক্ষ করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

তিনি আরও বলেন, “বিশ্বব্যাংক বাংলাদেশকে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ধরে রাখতে এবং প্রতিবছর শ্রমবাজারে প্রবেশ করা ২০ লাখ তরুণের জন্য মানসম্মত কর্মসংস্থান তৈরিতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, চলতি বছরের ১ জুলাই জোহানেস যাত দক্ষিণ এশিয়ার জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন দায়িত্বে এটিই তার প্রথম বাংলাদেশ সফর। এর আগে তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ, ভুটান ও নেপালের বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত