ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তির আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু

ডুয়া নিউজ- অ্যালামনাই
২০২৫ জুলাই ০৫ ১১:১৩:৪৮
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তির আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তির জন্য আবেদন করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেয়া শুরু করেছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজকে (ডুয়া) বিস্তারিত তথ্য জানিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

তথ্যানুযায়ী, আজ শনিবার (৫ জুলাই) সকাল এগারোটা থেকে অ্যাসোসিয়েশনের অফিসে শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। এরপর ৬, ৯, ১০, ১১ ও ১২ জুলাই সাক্ষাৎকার নিবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। প্রতিদিন সকাল এগারোটায় সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।

আবেদনকারী শিক্ষার্থীদের আবেদনের সময়ে দেয়া ফোন নাম্বারে গ্রুপের নাম ও সাক্ষাৎকারের তারিখ খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। এছাড়া শিক্ষার্থীদেরকে ভাইভার সময় বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে রাখতে বলা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

অ্যালামনাই এর অন্যান্য সংবাদ