ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
এনসিপি পেতে পারে ‘কলম’ বা ‘মোবাইল’ প্রতীক
.jpg)
নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি প্রতীক হিসেবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল ‘শাপলা’কে। তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রতীকের তালিকায় জায়গা পায়নি এই প্রতীক। ফলে সম্ভাব্য প্রতীক হিসেবে এনসিপির সামনে এখন রয়েছে ‘কলম’ ও ‘মোবাইল ফোন’। এ দুটি প্রতীকই কমিশনের অনুমোদিত ১১৫টি প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত।
নতুন রাজনৈতিক দলগুলোর জন্য প্রতীকের তালিকা সম্প্রতি হালনাগাদ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে তফসিলে থাকা ৬৯টি প্রতীকের পাশাপাশি নতুন করে যুক্ত করা হয়েছে আরও ৪৬টি প্রতীক। তবে আলোচিত ‘শাপলা’ প্রতীকটি এই তালিকায় স্থান না পাওয়ায় কোনো দলকেই সেটি বরাদ্দ দেওয়া হচ্ছে না।
এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে এনসিপি। দলটির দাবি, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে এবং তারা এ সিদ্ধান্ত রাজনৈতিক ও আইনগতভাবে চ্যালেঞ্জ করবে।
ইসির একাধিক সূত্র জানায়, প্রথমে ১৫০টি প্রতীকের একটি খসড়া তালিকা তৈরি করে কমিশনের একটি কমিটি। পরে তা থেকে বাছাই করে ১১৫টি প্রতীককে চূড়ান্ত তালিকায় রাখা হয় এবং আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়। ওই তালিকাতেই জায়গা পায়নি ‘শাপলা’।
প্রসঙ্গত, চলতি বছরের ২০ জুন নিবন্ধনের জন্য আবেদন করে এনসিপি। তাদের প্রস্তাবিত তিনটি প্রতীকের তালিকায় শীর্ষে ছিল ‘শাপলা’। এরপর ছিল ‘কলম’ ও ‘মোবাইল ফোন’। বর্তমানে যেহেতু পরের দুটি প্রতীক অনুমোদিত তালিকায় রয়েছে তাই দলটি এগুলোর যেকোনো একটি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এনসিপি নেতারা জানান, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় তারা শাপলা, কলম ও মোবাইল ফোন প্রতীকের প্রচারণা চালিয়েছেন এবং সেগুলোর প্রতি জনগণের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে শাপলা প্রতীক বাতিল করায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে দলটি।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “কমিশনের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট নই। তারা বলছে শাপলা জাতীয় প্রতীক অথচ এটি কোনো নিবন্ধিত জাতীয় প্রতীক নয়। আমরা আরও স্বচ্ছ ও যুক্তিসম্মত ব্যাখ্যা চাই। ইসির আচরণ এখন পক্ষপাতদুষ্ট মনে হচ্ছে।”
প্রতীক সংক্রান্ত বিষয়ে আজ রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে এনসিপির একটি প্রতিনিধি দল। সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম জানিয়েছেন, সকাল ১০টা ৩০ মিনিটে এ বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৯ জুলাই নির্বাচন কমিশন সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার অংশ হিসেবে প্রতীক তালিকা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠায়। তবে তালিকায় ‘শাপলা’ ছিল না।
উল্লেখ্য, এর আগেও ২২ জুন এনসিপি ও ১৭ এপ্রিল নাগরিক ঐক্য শাপলা প্রতীকের জন্য আবেদন করে এবং একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতের ২৫০ সেনা নিহত
- চ্যাটজিপিটি ব্যবহারে ভয়াবহ বিপদ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
- শেয়ারবাজারে ব্যাংক খাতে বিক্রেতা সংকটের নতুন দিগন্ত
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- শোক সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন পলক
- স্টক ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ১৫ দিনে ১৭ প্রতিষ্ঠানে ২০ শতাংশের বেশি মুনাফা
- সর্বোচ্চ আগ্রহের তালিকায় ৪ খাতের শেয়ার