ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
সেন্ট মার্টিন ভ্রমণে লাগবে পরিবেশ সংরক্ষণ ফি
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এবার দ্বীপটিতে ভ্রমণ করতে গেলে পর্যটকদের দিতে হবে ‘পরিবেশ সংরক্ষণ ফি’। পাশাপাশি স্থানীয়দের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
শনিবার (১২ জুলাই) পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভায় সেন্ট মার্টিনের সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি জানান, সেন্ট মার্টিনের বাস্তুতন্ত্র সুরক্ষায় তিন বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে যা আগস্ট থেকে শুরু হবে। প্রকল্পের আওতায় স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে পর্যটকদের কাছ থেকে ফি আদায় করা হবে যা দ্বীপের পরিবেশ রক্ষায় ব্যবহার হবে। তবে ফি’র পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে দ্বীপের ৫০০ পরিবারকে হাঁস-মুরগি পালন, চিপস তৈরি এবং কৃষিভিত্তিক প্রশিক্ষণ দিয়ে বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। কৃষি মন্ত্রণালয় ইতোমধ্যে দুজন কৃষি কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মাছ ধরার নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য বাড়ানো হবে সহায়তা।
উপদেষ্টা আরও জানান, আগামী অক্টোবর থেকে সেন্ট মার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করা হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিকল্প পণ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক এ কে এম রফিকুল ইসলাম বলেন, প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে বিকল্প কর্মসংস্থান প্রকল্প বাস্তবায়ন হবে যার আওতায় ১০ হাজার বাসিন্দা উপকৃত হবেন। এছাড়া নিয়োগ দেওয়া হবে পরিবেশ প্রহরী, শুরু হবে জলবায়ু-সহিষ্ণু ধান চাষ, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, সাগরলতা রোপণ ও কেয়া বন গঠনের কাজ।
সভায় সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস) সেন্ট মার্টিনের ব্যবস্থাপনা পরিকল্পনা উপস্থাপন করে। এতে দ্বীপটিকে চারটি জোনে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়:
জোন-১: মাল্টিপল ইউজ জোন – পরিবেশবান্ধব অবকাঠামোর অনুমোদনযোগ্য।
জোন-২: বাফার জোন – দ্বীপের দক্ষিণে সংবেদনশীল অঞ্চল রক্ষায় ব্যবহৃত হবে।
জোন-৩: জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা – শর্তসাপেক্ষে স্থানীয়দের প্রাকৃতিক সম্পদ আহরণে সুযোগ থাকবে।
জোন-৪: সম্পূর্ণ সংরক্ষিত এলাকা – যেখানে সব ধরনের প্রবেশ ও কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
সিইজিআইএস-এর জ্যেষ্ঠ গবেষক এইচ এম নুরুল ইসলাম বলেন, অতিরিক্ত পর্যটনের ফলে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য হুমকির মুখে। হোটেল-রিসোর্ট নির্মাণে বিদেশি প্রজাতির গাছপালার বিস্তার ঘটছে। অতিরিক্ত লবস্টার আহরণে প্রজাতিটি প্রায় বিলুপ্ত এবং জাহাজের নোঙর কোরাল রিফে ক্ষতির কারণ হচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ সচিব ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। টেকনাফের ইউএনও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত