ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
নির্বাচনের আগে বিচার-সংস্কার আর শুনতে চায় না বিএনপি : ড. মঈন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “আগে বিচার ও সংস্কার, পরে নির্বাচন”—এ ধরনের বক্তব্য বিএনপি আর শুনতে চায় না। এখন জাতির একমাত্র প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন।
শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর ভুবনমোহন পার্কে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া। কিন্তু অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। তাই দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই এখন সবচেয়ে জরুরি।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির একমাত্র দাবি—জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। ‘বিচার ও সংস্কারের’ অজুহাতে নির্বাচন বিলম্বের কৌশল আর সহ্য করা হবে না।
নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “আমাদের আচরণে গণতন্ত্র, সংযম ও রাজনৈতিক শিষ্টাচারের প্রতিফলন থাকতে হবে। আওয়ামী লীগের মতো আচরণ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং সঞ্চালনা করেন সদস্যসচিব মামুন-অর-রশীদ।
বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। অনুষ্ঠানে পুরোনো সদস্যদের নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. মঈন খান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ