ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

নির্বাচনের আগে বিচার-সংস্কার আর শুনতে চায় না বিএনপি : ড. মঈন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১২ ১৮:৪৪:৫৪
নির্বাচনের আগে বিচার-সংস্কার আর শুনতে চায় না বিএনপি : ড. মঈন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “আগে বিচার ও সংস্কার, পরে নির্বাচন”—এ ধরনের বক্তব্য বিএনপি আর শুনতে চায় না। এখন জাতির একমাত্র প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন।

শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর ভুবনমোহন পার্কে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া। কিন্তু অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। তাই দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই এখন সবচেয়ে জরুরি।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির একমাত্র দাবি—জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। ‘বিচার ও সংস্কারের’ অজুহাতে নির্বাচন বিলম্বের কৌশল আর সহ্য করা হবে না।

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “আমাদের আচরণে গণতন্ত্র, সংযম ও রাজনৈতিক শিষ্টাচারের প্রতিফলন থাকতে হবে। আওয়ামী লীগের মতো আচরণ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং সঞ্চালনা করেন সদস্যসচিব মামুন-অর-রশীদ।

বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। অনুষ্ঠানে পুরোনো সদস্যদের নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. মঈন খান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত