ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণার সিদ্ধান্ত অবৈধ: ডাকসু

২০২৫ নভেম্বর ১২ ২২:৩৭:৫৮

শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণার সিদ্ধান্ত অবৈধ: ডাকসু

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আজীবন সদস্যপদ দানের সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা করেছে ডাকসু। তাদের ভাষ্য, কাউকে আজীবন সদস্যপদ দানের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার ডাকসুর নির্বাহী কমিটির নেই।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ডাকসুর কার্যনির্বাহী কমিটির ২য় সাধারণ সভা শেষে এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, ”২০১৯ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্যপদ দানের যে ঘোষণা হয়েছিল তার পুরোটাই ছিলো অবৈধ। এমনকি এ নিয়ে যেসব নিউজ করা হয়েছিলো সেগুলোও ছিলো উদ্দেশ্যপ্রনোদিত।”

তিনি বলেন, আমাদের আজকের সভায় আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তন্মধ্যে অন্যতম হলো ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা। সেমিস্টার ফাইনালের মতো নিয়মিত ডাকসু নির্বাচন হবে। এজন্য পরবর্তী সিন্ডিকেট মিটিংয়ে আলোচনা হবে। সেখানে এর ফরম্যাট ঠিক করা হবে।

ডাকসুর জিএস এস এম ফরহাদ জানান, সভায় আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তন্মধ্যে রয়েছে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি, নিরাপদ ক্যাম্পাস গড়ার রূপরেখা প্রণয়ন, শিক্ষক মূল্যায়নচালুইত্যাদি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত