ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় সব পদক্ষেপ নেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

২০২৫ নভেম্বর ১১ ২৩:০১:৫৭

ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় সব পদক্ষেপ নেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন যে, ভোক্তার স্বার্থে কাজ করা তাদের মূল উদ্দেশ্য, ব্যবসা-বাণিজ্যকে সংকীর্ণ করা নয়। তিনি ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় বাণিজ্য উপদেষ্টা বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ করা এই মন্ত্রণালয়ের প্রধান কাজ এবং তা বাস্তবায়নে তাদের চেষ্টার কোনো ঘাটতি নেই।

ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোজ্যতেল সরবরাহের ক্ষেত্রে তাদের অবদান গুরুত্বপূর্ণ এবং বাজার স্থিতিশীল রাখতে তাদের পরামর্শ ও সহযোগিতা একান্ত কাম্য। উপদেষ্টা আরও স্পষ্ট করে বলেন, "খুব স্বাভাবিকভাবেই আমি এবং আমার মন্ত্রণালয় ভোক্তাদের স্বার্থে কাজ করব। দেশের মানুষের যেটা প্রয়োজন আমি সেটাই করব। সেই কাজে আপনারা সহযোগিতা ও পরামর্শ দিয়ে দেশের মানুষের তথা আমাদের পাশে থাকবেন সে প্রত্যাশা করি।"

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাজারে ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় সব পদক্ষেপ নেওয়া হবে এবং সেই পদক্ষেপ কার পক্ষে বা বিপক্ষে যাবে তা দেখা হবে না। প্রচলিত পদ্ধতিতে শুধু খুচরা বা মাঝারি বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। তার মতে, উৎপাদন বা আমদানি স্তর থেকে শুরু করে ডিও ব্যবসায়ী, পাইকারি ও খুচরা বিক্রেতা সবাইকে কার্যক্রমের আওতায় আনতে হবে।

বাণিজ্য উপদেষ্টা যোগ করেন, "তেলের বাজার অস্থির করার পেছনে মিল মালিকেরা অথবা আপনারা (ডিও ব্যবসায়ীরা) অথবা উভয়ই জড়িত থাকতে পারেন।" তিনি মনে করেন, একটি ছোট্ট দোকানদার ৫০০ বোতল তেল লুকিয়ে রেখে বাজার অস্থির করবে, এটা সঠিক নয়। তিনি টেলিভিশনে তেল উদ্ধারের নাটক প্রচারের সমালোচনা করে বলেন, "সারা দেশে মানুষ বাহবা দেয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না। দেখানো হলো মুদি দোকানদারই সব কারসাজি করেছে আর কারো দায় নেই। আমরা প্রকৃত দোষীকে শনাক্ত করতে চাই—ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেব না।"

সভায় ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীরা মিল মালিকদের কাছ থেকে সময়মতো পণ্য না পাওয়ার অভিযোগ করেন এবং এর সমাধানের দাবি জানান। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদ এবং ভোজ্যতেল ডিও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত