ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
সরকার ফারাবী: সিলেট টেস্টের প্রথম দিনটা ছিল ওঠানামার গল্প। দিনের শুরুতে দুর্দান্ত সূচনা করলেও আইরিশদের লোয়ার অর্ডারের জেদি ব্যাটিং শেষ পর্যন্ত ভুগিয়েছে বাংলাদেশ দলকে। ২০২৩ সালের সফরের মতোই এবারও ম্যাককার্থি-নিল জুটি পরীক্ষা নিয়েছে স্বাগতিক বোলারদের। তবে দিনের একদম শেষ বলটি এনে দেয় স্বস্তি তাইজুল ইসলামের নিখুঁত এলবিডব্লিউয়ে বিদায় নেন জর্ডান নিল।
দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৭০ রান। অষ্টম উইকেটে ব্যারি ম্যাককার্থির সঙ্গে ১০৩ বলে ৪৮ রানের লড়াকু জুটি গড়ে নিল আউট হওয়ার আগে খেলেছেন ৬০ বলে ৩০ রানের ইনিংস। ম্যাককার্থি অপরাজিত ২১ রানে দিন শেষ করেছেন। দ্বিতীয় দিনে তার সঙ্গী হয়ে নামতে পারেন ম্যাথু হামফ্রেস।
বাংলাদেশের পক্ষে দিনটি শুরু হয় দারুণভাবে চতুর্থ বলেই অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে ফেরান পেসার হাসান মাহমুদ। তবে এরপর তিনটি সহজ ক্যাচ মিসে হাতছাড়া হয় শুরুতেই বড় সুযোগ। ফলে প্রথম সেশনে ৯৪ রানে মাত্র একটি উইকেটেই থামতে হয় স্বাগতিকদের।
পল স্টার্লিং (৬০) ও ক্যাড কারমাইকেল (৫৯) দ্বিতীয় উইকেটে ৯৬ রানের দুর্দান্ত জুটি গড়ে আইরিশদের এগিয়ে নেন। এরপর দ্বিতীয় সেশনের শুরুতে দ্রুত স্টার্লিং ও টেক্টর (১) ফিরিয়ে ম্যাচে নিয়ন্ত্রণে ফেরে বাংলাদেশ। কিন্তু আইরিশ মিডল অর্ডার আবারও লড়াই দেখায় কার্টিস ক্যাম্ফার (৪৪) ও উইকেটরক্ষক লরকান টাকার (৪১) দলের সংগ্রহ টেনে নেন।
অভিষিক্ত স্পিনার হাসান মুরাদের ঘূর্ণিতে থমকে যায় তাদের প্রতিরোধ। ২ উইকেট তুলে নিয়ে তিনিও নিজের আত্মপ্রকাশ জানান দেন। মেহেদী হাসান মিরাজও বল হাতে ছিলেন উজ্জ্বল ৫০ রানে ৩ উইকেট শিকার করে দিনশেষে বাংলাদেশের সেরা বোলার তিনি।
তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা প্রত্যেকে নিয়েছেন একটি করে উইকেট। দিনের শেষ বলেই তাইজুলের আঘাত এনে দেয় স্বাগতিকদের মুখে হাসি দিনের ক্লান্তি শেষে পাওয়া সেই উইকেটই হয়ে ওঠে বাংলাদেশ শিবিরের প্রাপ্তি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড