ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

আলিয়া ভাটের টাকা মেরে বিলাশ জীবন-যাপন

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ জুলাই ১১ ২১:৩৯:৩৬
আলিয়া ভাটের টাকা মেরে বিলাশ জীবন-যাপন

বলিউডের অন্দরমহলে ফের বিশ্বাসভঙ্গের কাহিনি। এবার প্রতারণার শিকার খোদ অভিনেত্রী আলিয়া ভাট। আর অভিযুক্ত অন্য কেউ নয়, তারই সাবেক ব্যক্তিগত সহকারী, যিনি কিনা অভিনেত্রীর প্রযোজনা সংস্থা থেকেই হাতিয়ে নিয়েছেন প্রায় ৭৭ লক্ষ টাকা। শুধু আর্থিক প্রতারণাই নয়, তার বিরুদ্ধে উঠেছে অভিনেত্রীর পেশাগত ও ব্যক্তিগত তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগও।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে প্রায় ৭৬ লক্ষ ৯০ হাজার টাকা প্রতারণার অভিযোগে তার সাবেক ব্যক্তিগত সহকারী বেদিকা শেঠিকে গ্রেপ্তার করা হয়েছে। আলিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, আত্মসাৎ করা অর্থ দিয়ে বেদিকা এক বিলাসবহুল জীবনযাপন শুরু করেন। তিনি ৬৫ ইঞ্চির একটি স্মার্ট টিভি, দামি ফ্রিজ, আইফোন, আইপ্যাডসহ বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট কেনেন। শুধু তাই নয়, আলিয়ার টাকাতেই একটি জমকালো পার্টিরও আয়োজন করেন তিনি।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বেদিকা এই বিপুল পরিমাণ অর্থ পাঁচটি ভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে রাখতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেছেন।

তবে বেদিকার বিরুদ্ধে অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। তার বিরুদ্ধে আলিয়ার আসন্ন ছবি ‘জিগরা’-র চিত্রনাট্য ফাঁস করার চেষ্টা এবং অভিনেত্রীর ব্যক্তিগত পারিবারিক ভ্রমণের পরিকল্পনা আমেরিকার এক ব্যক্তির কাছে পাচারের মতো গুরুতর অভিযোগেও তদন্ত চলছে।

আলিয়ার সঙ্গে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত কাজ করা বেদিকাকে মঙ্গলবার (৯ জুলাই) বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) আদালত তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

এই ঘটনাটি তারকা ও তাদের ব্যক্তিগত কর্মীদের মধ্যকার বিশ্বাস ও পেশাদারিত্বের সম্পর্ককে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। একসময় যিনি ছিলেন আলিয়ার সবচেয়ে কাছের মানুষদের একজন, তার বিরুদ্ধেই এমন গুরুতর অভিযোগ ওঠায় হতবাক বলিউড। পুলিশি হেফাজতে থাকা বেদিকাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত