ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ডিপজলের বিরুদ্ধে মামলা করলেন তরুণী

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ জুলাই ০৮ ১৫:৪৬:২৪
ডিপজলের বিরুদ্ধে মামলা করলেন তরুণী

বাংলা চলচ্চিত্রের খল চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেছেন এক তরুণী।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মহানগর হাকিম মাহবুব আলমের আদালতে এ মামলা দায়ের করেন পোশাককর্মী মো. রাশিদা আক্তার। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়েছে।

রাশিদার অভিযোগে বলা হয়েছে, তিনি ডিপজলের একজন ভক্ত। গত ২ জুন কুরবানির ঈদের আগে গাবতলী হাটে গরু দেখতে গিয়ে জানতে পারেন অভিনেতা ডিপজল সেখানে এক অফিসে অবস্থান করছেন। তিনি সেখানে গিয়ে ডিপজলকে সালাম দিয়ে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। তবে ডিপজল রেগে গিয়ে তার পিএস ফয়সালকে নির্দেশ দেন রাশিদাকে বের করে দিতে।

ফয়সাল ও আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক রাশিদাকে টেনে হিঁচড়ে বের করে দেন। একপর্যায়ে ধাক্কা খেয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে প্রতিবাদ করলে তাকে মারধর এবং ভয়ভীতি দেখানো হয়। ফয়সালের হুমকির পর আরও কয়েকজন মিলে তার হাত বেঁধে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

অভিযোগ আরও জানায়, ফয়সালের নির্দেশে একজন অজ্ঞাত ব্যক্তি একটি ছোট গ্যালন এনে দেয় যা থেকে তরলের মতো কিছু তার শরীরে ঢেলে দেওয়া হয়। পরে যন্ত্রণায় কাতর রাশিদা বাসায় ফিরে যান এবং পরদিন সকালে শরীরে ফোসকা ও জ্বালাপোড়া দেখতে পান। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং কিছুটা সুস্থ হওয়ার পর আদালতের শরণাপন্ন হন।

মামলায় ডিপজল ও তার সহযোগী ফয়সালসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত