ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২
হঠাৎ চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত অনন্ত জলিলের
বিনোদন ডেস্ক: রূপালি পর্দার ঝলক থেকে আপাতত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। চলচ্চিত্র নয়, বরং ব্যবসায়িক বাস্তবতা ও সংকটই তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে জানিয়েছেন তিনি।
শুধু অভিনেতা হিসেবে নয়, একজন বড় শিল্প উদ্যোক্তা হিসেবেও পরিচিত অনন্ত জলিল। সাভারে তার গার্মেন্টস কারখানায় এক সময় প্রায় ১২ হাজার শ্রমিক কাজ করলেও বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ হাজারে। কর্মী সংকোচন ও ব্যবসায়িক চাপই সিনেমা থেকে বিরতি নেওয়ার অন্যতম কারণ বলে জানান তিনি।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে অনন্ত জলিল বলেন, বর্তমান পরিস্থিতিতে তার পুরো মনোযোগ ব্যবসা সামলানোর দিকেই দিতে হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে চলচ্চিত্রে নিয়মিত ফেরা সম্ভব নয় বলেও স্পষ্ট করেন তিনি। এমনকি চলমান বা অসমাপ্ত সিনেমার কাজও আপাতত শেষ করতে পারছেন না বলে জানান।
নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, সিনেমা করলেও তিনি কখনোই এটিকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে নেননি। তার ভাষায়, “আমি সব সময়ই ব্যবসায়ী মানসিকতার মানুষ। শুটিংয়ের ফাঁকেও ব্যবসার খোঁজ রাখতাম। ব্যবসা স্থিতিশীল না হলে সিনেমায় মন দেওয়া আমার জন্য ঝুঁকিপূর্ণ।”
কঠিন সময় সামাল দেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, কোনো কাজে সংকট এলে সেটিকে অগ্রাধিকার দিয়েই সমাধানের চেষ্টা করেন তিনি। বর্তমানে ব্যবসায় চ্যালেঞ্জ থাকায় সিনেমায় সময় দিলে ভবিষ্যতে আরও বড় সমস্যায় পড়তে পারেন বলেই এই বিরতির সিদ্ধান্ত।
২০০৮ সালে চলচ্চিত্রে পা রাখার পর থেকে প্রতিটি সিনেমায় স্ত্রী বর্ষাকে সঙ্গে নিয়েই দর্শকের সামনে হাজির হয়েছেন অনন্ত জলিল। সিনেমা থেকে এই বিরতিতেও সেই বন্ধন অটুট। তিনি জানান, ভবিষ্যতে আবার সিনেমায় ফিরলে দুজন একসঙ্গেই ফিরবেন। একা কেউই কাজ করবেন না। তার ভাষায়, সিনেমা তাদের পেশা নয়, বরং ভালোবাসা ও শখের জায়গা।
বর্তমানে অনন্ত জলিল অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ এবং ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা দুটি নির্মাণাধীন রয়েছে। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘চিতা’ সিনেমায় অভিনয়ের কথা থাকলেও এখনো শুটিং শুরু হয়নি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি