ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

টোবি ম্যাগুয়ারের স্পাইডার-ম্যান ফোর নিয়ে মুখ খুললেন রাইমি

২০২৬ জানুয়ারি ২৬ ১৯:১২:২৮

টোবি ম্যাগুয়ারের স্পাইডার-ম্যান ফোর নিয়ে মুখ খুললেন রাইমি

বিনোদন ডেস্ক: স্পাইডার-ম্যান মানেই অনেক ভক্তের কাছে এখনো টোবি ম্যাগুয়ারের মুখ। সময় বদলালেও সেই আবেগ ফুরোয়নি। বিশেষ করে ২০২১ সালে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ ছবিতে তার হঠাৎ প্রত্যাবর্তনের পর থেকেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—তাহলে কি অবশেষে আসছে ‘স্পাইডার-ম্যান ফোর’? বহুদিনের সেই জল্পনার অবসান টানলেন স্পাইডার-ম্যান ট্রিলজির পরিচালক স্যাম রাইমি নিজেই।

২০০০-এর দশকের শুরুতে স্যাম রাইমির পরিচালনায় মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান’ সিরিজ সুপারহিরো সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছিল। সে সময় চতুর্থ কিস্তির পরিকল্পনাও ছিল। তবে সৃজনশীল মতপার্থক্য ও প্রযোজনাগত জটিলতায় সেই অধ্যায় আর এগোয়নি। পরে অ্যান্ড্রু গারফিল্ড ও টম হল্যান্ডের মাধ্যমে চরিত্রটি নতুন রূপে ফিরে এলেও, টোবি ম্যাগুয়ারের অসমাপ্ত গল্পের পরিণতি দেখতে আজও মুখিয়ে আছেন অসংখ্য দর্শক।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘সেন্ড হেল্প’–এর প্রচারণায় অংশ নিয়ে সেই বহু প্রতীক্ষিত প্রশ্নের জবাব দেন স্যাম রাইমি। তিনি পরিষ্কার ভাষায় জানান, টোবি ম্যাগুয়ার ও কির্স্টেন ডানস্টের অভিনীত পিটার পার্কার ও মেরি জেনের সেই জগৎ এখন আর তার হাতে নেই। তার পরিচালনায় ‘স্পাইডার-ম্যান ফোর’ বাস্তবায়নের সম্ভাবনা কার্যত নেই বলেই ইঙ্গিত দেন তিনি।

রাইমির ভাষায়, সময়ের সঙ্গে সিনেমা ইন্ডাস্ট্রি অনেক বদলে গেছে। গল্পও এগিয়েছে ভিন্ন পথে। অ্যান্ড্রু গারফিল্ড ও টম হল্যান্ডের সংস্করণ আসার পর তার তৈরি ইউনিভার্স স্বাভাবিকভাবেই পেছনে চলে গেছে। দর্শক যখন নতুন প্রজন্মের স্পাইডার-ম্যানের গল্পে ডুবে আছে, তখন পুরনো ধারায় ফিরে যাওয়া যৌক্তিক নয় বলেই মনে করেন তিনি।

মার্ভেল স্টুডিওর প্রতি সম্মান জানিয়ে এই অভিজ্ঞ পরিচালক আরও বলেন, এক সময় এই চরিত্রের দায়িত্ব তার কাঁধে ছিল, এখন সেটি নতুন নির্মাতাদের হাতে তুলে দেওয়াটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। তিনি আনন্দের সঙ্গেই সেই দায়িত্ব বর্তমান প্রজন্মের কাছে হস্তান্তর করেছেন।

সব মিলিয়ে স্যাম রাইমির বক্তব্যে স্পষ্ট—নস্টালজিয়া থাকলেও টোবি ম্যাগুয়ারকে ঘিরে আলাদা কোনো ‘স্পাইডার-ম্যান ফোর’ সিনেমা আপাতত রুপালি পর্দায় ফেরার সম্ভাবনা নেই।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত