ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

ক্রাচে ভর দিয়ে হাঁটছেন হৃতিক, ভাইরাল ভিডিওতে উদ্বিগ্ন ভক্তরা

২০২৬ জানুয়ারি ২৬ ১৫:৪০:২২

ক্রাচে ভর দিয়ে হাঁটছেন হৃতিক, ভাইরাল ভিডিওতে উদ্বিগ্ন ভক্তরা

বিনোদন ডেস্ক: বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত সুপারস্টার হৃতিক রোশানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ভক্তদের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সম্প্রতি পরিচালক গোল্ডি বেহেলের জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলেন হৃতিক। তবে সেখান থেকে বিদায় নেওয়ার সময় তাকে ক্রাচে ভর দিয়ে অতি সাবধানে হাঁটতে দেখা গেছে।

পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া সেই ভিডিওতে দেখা যায়, হৃতিক বেশ ‘লো-প্রোফাইল’ বজায় রেখে পার্টি থেকে বের হচ্ছেন। সাধারণত হাসিমুখে পোজ দিলেও এদিন সাংবাদিকদের এড়িয়ে যান তিনি। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে, স্বাভাবিকভাবে হাঁটতে তার বেশ কষ্ট হচ্ছে। প্রিয় নায়কের এমন শারীরিক অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

হৃতিকের এই শারীরিক কষ্টের প্রেক্ষাপটে প্রখ্যাত কোরিওগ্রাফার বসকো মার্টিস এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তিনি জানান, পর্দায় হৃতিকের যে দুর্দান্ত নাচ দর্শক দেখেন, তার অনেকগুলোর নেপথ্যেই থাকে প্রবল শারীরিক যন্ত্রণা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বসকো স্মৃতিচারণ করে বলেন, কালজয়ী ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র ‘সেনোরিতা’ গানের শুটিং চলাকালীন হৃতিক তীব্র ব্যথায় ভুগছিলেন। কিন্তু পেশাদারিত্বের খাতিরে সেই যন্ত্রণাকে ছাপিয়ে তিনি নিখুঁতভাবে নাচের দৃশ্য সম্পন্ন করেছিলেন।

পর্দার ঝকঝকে ইমেজের আড়ালে হৃতিকের এই দীর্ঘদিনের শারীরিক লড়াই এবং পেশাদারিত্বের গল্প জেনে বিষ্মিত নেটিজেনরা। ভক্তদের প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে আবারও চিরচেনা ছন্দে রূপালি পর্দায় ফিরবেন তাদের প্রিয় সুপারস্টার।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত