ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
গান থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন অরিজিত সিং
বিনোদন ডেস্ক: রিয়েলিটি শো দিয়ে নিজের সঙ্গীত যাত্রা শুরু করা তরুণ গায়ক অরিজিত সিং এখন ঘোষণা দিয়েছেন, সিনেমার প্লেব্যাক জগৎ থেকে এক ধাপ সরে দাঁড়াচ্ছেন। বছরের পর বছর ধরে হিন্দি ও বাংলা সিনেমার গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেওয়া এই শিল্পীর এই সিদ্ধান্তে ভক্তরা অবাক ও মন খারাপ করেছেন।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমার গান ‘গহেরা হুয়া’ এখনও দর্শকের মুখে মুখে। একইভাবে বাংলা সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর গান ‘ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা’ও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অরিজিত বরাবরই নিজের শর্তে কাজ করেন, এমনকি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরাও তার সঙ্গে গান গাইতে তার বাড়িতে ছুটে আসেন।
কিন্তু এত সাফল্য, জনপ্রিয়তা ও আর্থিক সাফল্য থাকা সত্ত্বেও কেন হঠাৎ পদত্যাগের সিদ্ধান্ত? অরিজিত নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, “অনেক দিন ধরেই এই সিদ্ধান্ত ভাবছি। অবশেষে সাহস যোগাড় করে ঘোষণা করলাম। আমার খুব সহজেই একঘেয়েমি আসে। তাই আমি মঞ্চে গান গাওয়ার অ্যারেঞ্জমেন্ট প্রায়ই পরিবর্তন করি। এই কারণে ক্লান্ত হয়ে নতুন ধরনের সংগীতের খোঁজে বের হচ্ছি।”
অর্থাৎ, এই পদত্যাগ কোনো অভিমান বা বিতর্কের কারণে নয়। বরং সৃষ্টিশীল উদ্দীপনা থেকে তিনি নতুন পথ খুঁজতে চান।
তবে ভক্তদের জন্য স্বস্তির খবরও দিয়েছেন অরিজিত। তিনি পুরোপুরি গান ছাড়ছেন না। বরং নতুন ধরনের সংগীত এবং নতুন শিল্পীদের সঙ্গে কাজ করে নিজেকে নতুনভাবে প্রকাশ করতে চান। পোস্টের শেষে তিনি লিখেছেন, “আমি নতুন ধরনের গায়ক-গায়িকাদের গান শুনতে চাই। যারা আমাকে অনুপ্রাণিত করতে পারবে।”
এছাড়া চলতি বছরে তার আগেই রেকর্ড করা কিছু গান মুক্তি পেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন অরিজিত। ফলে প্লেব্যাক জগৎ থেকে সরে দাঁড়ালেও সংগীত দুনিয়ায় তার উপস্থিতি অব্যাহত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ